কোয়ারেন্টাইনে থাকলে পোস্টাল ব্যালটে ভোট, জানাল কমিশন

কোভিড পজিটিভ হওয়ার ফলে যারা কোয়ারেন্টাইনে থাকবেন, সেইসব ভোটদাতার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। এই সিদ্ধান্ত জানিয়ে জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যের কাছে নির্দেশ পাঠিয়েছে। সোমবার এই বিষয়ে বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ছত্রিশগঢ়, গুজরাত, হরিয়ানা ,ঝাড়খন্ড, কর্ণাটক ,কেরল ,মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড ,তামিলনাড়ু ,উত্তরপ্রদেশ, ওড়িশা, মণিপুর এবং তেলেঙ্গানার মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের বিধানসভা নির্বাচন ছাড়া যেসব রাজ্যে উপনির্বাচন রয়েছে সেই সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে এই নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।

কোভিড পজিটিভ ছাড়াও শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন মানুষ এবং ৮০ বছরের বেশি বয়সের ভোটাররাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন-মুকুলের সঙ্গে ফের যৌথ জেরার দাবি, দিল্লিকেও কড়া চিঠি দিয়ে কুণালের পোস্ট

Previous articleআইপিএলের বেটিং চক্রের হদিশ হুগলিতে, ধৃত ৮
Next articleবাজারে সবজির দর আকাশছোঁওয়া, চাষিদের ভরসা আবহাওয়ার পরিবর্তন!