মহামারির জেরে এবার নাও হতে পারে ‘বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন’

২০২০-এ রাজ্যে নাও হতে পারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নির্ঘন্ট অনুসারে আগামী ১৫- ১৭ ডিসেম্বর এই সম্মেলন হওয়ার কথা। তবে মহামারির কারনে এ বছরের শিল্প-উৎসব বাতিল হওয়ার কথা শোনা যাচ্ছে নবান্নে৷

সারা বছর প্রস্তুতি চালিয়েই রাজ্য এই ‘শো-কেস’ সম্মেলন করে৷ কিন্তু এ বছরের সংকটজনক পরিস্থিতিতে শিল্পের দিশা দেখানোর কোনও কাজই সেভাবে করার সুযোগ মেলেনি৷ দ্বিতীয়ত, বিশ্বস্তরের এই সম্মেলনে যোগ দিতে কলকাতায় পা রাখেন বহু বিদেশি শিল্পপতি। এবার এভাবে বিদেশিদের সপার্ষদ শহরে আসাও ঝুঁকিপূর্ণ ৷ তাই, ২০২০-এর ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ অনিশ্চয়তার মুখে। যদিও সরকারিভাবে সম্মেলন বাতিল হওয়ার কথা এখনও ঘোষণা হয়নি। মুখ্যসচিব রাজীব সিন্‌হা বলেছেন, “বিশ্বের যা পরিস্থিতি, তাতে ডিসেম্বরে এই সম্মেলন হওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। সম্মেলন পিছোতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।”

২০১৯-এর ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিলো শহরে৷ গতবার রাজ্যে বিনিয়োগের প্রস্তাব এসেছিল ২.৮৬ লক্ষ কোটি টাকার। এই বিনিয়োগের বেশিরভাগই ছিলো টেলি কমিউনিকেশন ও পরিকাঠামো শিল্পকে কেন্দ্র করে৷ জাপান, জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি সহ ১২টি দেশ সম্মেলনে অংশ নিয়েছিলো৷ অতিথি এসেছিলেন প্রায় ৪ হাজার৷ স্বাক্ষর হয়
৮৬টি মউ৷

গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘প্রতি বছর নয়, সম্মেলন হওয়া দরকার দু’বছর অন্তর। কারণ, বিনিয়োগের প্রস্তাবগুলি বাস্তবায়নে সময় দেওয়া জরুরি।’ প্রতি বছরই পরের বছরের নির্ঘণ্ট ঘোষণা করেন। কিন্তু গতবার তা হয়নি৷। কিন্তু পরে বিধানসভায় শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন, ২০২০ সালের ১৫ ডিসেম্বর থেকে শিল্পের এই আন্তর্জাতিক সম্মেলন হবে কলকাতায়। ২ দিন নয়, এবার তা চলবে ৩ দিন ধরে।
শিল্পদপ্তরের কর্তাদের কথা, বিনিয়োগ আনতে প্রতিবার দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে যান মুখ্যমন্ত্রী এবং অমিত মিত্র। বিভিন্ন বণিকসভার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে রোড শো’র আয়োজনও করে রাজ্য৷ বছরভর ধরে চলে কর্মযজ্ঞ। কিন্তু এবার করোনার কারনে সে সব বন্ধ গিয়েছে। নিউ নর্মাল পরিস্থিতিতে সেভাবে প্রস্তুতি নেওয়া কার্যত অসম্ভব৷। তাই এ বছরের সম্মেলন বাতিল করার কথাই ভাবা হচ্ছে৷

Previous articleরুদ্ধশ্বাস ম্যাচ সুপার ওভারে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স, ট্র্যাজিক নায়ক ঈশান কিষাণ
Next articleভগত্‍ সিংকে ‘মার্কসবাদী’ বলা নিয়ে জাভেদ আখতারকে কটাক্ষ কঙ্গনার