যোগীর রাজ্যে পুলিশি জুলুম : হাথরাসে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধিদলকে

trinamool representative team in uttarpradesh

হাথরাসে ঢুকতে বাধা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলকে। নির্যাতিতার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পুলিশ তৃণমূল সাংসদ ও প্রাক্তন সংসদদের আটকে দেয়।

দিল্লি থেকে প্রায় ২০০কিলোমিটার দূরেই তাঁদের পথ আটকানো হয়। প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও ব্রায়ান, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল এবং মমতা ঠাকুর। তৃণমূল নেতৃত্ব হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে যেতে চেয়েছিলেন।

তাঁরা প্রশ্ন তোলেন, শান্তিপূর্ণভাবে পরিবারটির সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে তাঁরা যেতে চেয়েছিলেন। সব প্রোটোকলও তাঁরা বজায় রেখেছেন। তা সত্ত্বেও কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদরা। তাঁরা বলেন, হাথরাস নির্যাতিতার বাড়ি থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে তাঁদের বাধা দিয়েছে যোগী পুলিশ বাকি রাস্তা তারা হেঁটে যাওয়ার চেষ্টা করবেন।

আরও পড়ুন-লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

Previous articleবিতর্কের মধ্যেই করোনা আক্রান্ত বিজেপি নেতা অনুপম হাজরা
Next articleপুজোর কথা মাথায় রেখে মেট্রোর সময়ে পরিবর্তন, এবার শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়