Friday, January 9, 2026

Breaking: কোভিড আক্রান্ত সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

করোনাভাইরাসের আক্রমণ থেকে রেহাই পেলেন না বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কোভিড আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া। ট্রাম্প নিজেই টুইট করে তাঁর ও মেলানিয়ার কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। দুজনেই এখন কোয়ারান্টিনে রয়েছেন। আগামী ৩ নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের ভোটে কোভিড মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রচারে ঝড় তুলছে বিরোধীরা। করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে খোদ প্রেসিডেন্টের কোভিড সংক্রমণ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে প্রধান অভিযোগ, শুরু থেকেই কোভিডের বিপদকে গুরুত্ব দেননি তিনি। নিজে মাস্ক পরেননি এবং জনগণকে মাস্ক পরতে বলার বিষয়েও চূড়ান্ত গরিমসি করেছেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মার্কিন ভাইরোলজিস্ট ড. অ্যান্টনি ফাউচি যখন মার্কিন প্রশাসনকে কোভিডের সংক্রমণ ও পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে আগাম পূর্বাভাস দিয়ে মার্কিন নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তখন তাকে প্রকাশ্যে লঘু করে দেখিয়েছেন ট্রাম্প। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে লকডাউন ও স্বাস্থ্য বিধি মানাকে গুরুত্ব দেননি। বিরোধীদের লাগাতার সমালোচনার মুখে নিজে শেষপর্যন্ত মাস্ক ব্যবহার করলেও ততদিনে মার্কিন মুলুকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গিয়েছে। এবার নিজেই কোভিড আক্রান্ত হলেন ৭৪ বছরের ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের কদিন আগে তাঁর করোনা সংক্রমণ তাঁর বিরোধী প্রার্থী জো বাইডেনের হাতে বিরাট রাজনৈতিক অস্ত্র তুলে দিল। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসনের পাহাড়প্রমাণ ব্যর্থতার অভিযোগ ফের তুঙ্গে উঠতে চলেছে। শেষ বেলায় কোভিডের ঘায়ে নিঃসন্দেহে বেকায়দায় পড়লেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন-করোনা নিয়ে ‘বন্ধু’ ভারতকে চিনের সঙ্গে এক পংক্তিভুক্ত করলেন ট্রাম্প!

spot_img

Related articles

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...