Thursday, August 21, 2025

চাঁদা তোলা নিয়ে জনতা-পুলিশ চাপানউতোর, সিউড়িতে ধুন্ধুমার

Date:

Share post:

দুর্ঘটনায় জখম যুবকের চিকিৎসার জন্য চাঁদা তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার বীরভূমের সিউড়ি থানার খটঙ্গা এলাকায়। দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবকের চিকিৎসার জন্য স্থানীয়দের থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। গ্রামবাসীদের অভিযোগ, সেই সময় পুলিশ নির্বিচারে মারধর করে। ওই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সিউড়ি-রানিশ্বর রাজ্য সড়ক অবরোধ করে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

যদিও পুলিশের পাল্টা দাবি, পণ্যবাহী গাড়ি আটকে বিভিন্ন জায়গায় চাঁদা তোলা হচ্ছিল। সেটা বন্ধ করতে পুলিশ নজরদারি চালায়। কোথাও মারধরের ঘটনা ঘটেনি।

শুক্রবার রাতে খটঙ্গা গ্রামের ১৯ বছর বয়সী যুবক সন্ন্যাসী ধীবর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে পণ্যবাহী লরিতে ধাক্কায় গুরুতর জখম হন। প্রথমে তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম-এ চিকিৎসার জন্য পাঠান চিকিৎসকরা।

গ্রামবাসীদের দাবি, দুস্থ পরিবারের ওই যুবকের চিকিৎসার জন্য গ্রামবাসীরা একত্রিত হয়ে নিজেদের মতো তহবিল সংগ্রহ করছিলেন। সিউড়ি থানার পুলিশ তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে প্রায় ৩ ঘণ্টা সিউড়ি থেকে রানিশ্বর যাওয়ার রাস্তার খটঙ্গাতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তিলপাড়া সেতুর মেরামতের জন্য আগামী একমাস পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সমস্ত পণ্যবাহী গাড়ি সিউড়ি থেকে রানিশ্বর হয়ে শেওড়াকুড়ি রাস্তায় যাওয়া আসা করছে। পুলিশের অভিযোগ বেশি সংখ্যায় পণ্যবাহী যান চলাচলের সুযোগ নিয়ে ওই এলাকার বহু জায়গায় বেশকিছু মানুষ নানা অজুহাতে পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করছে। শুক্রবার রাতে ওই গ্রামের কিছু যুবকও সেই ভাবেই পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করছিলেন বলে অভিযোগ। পুলিশ নিষেধ করাতেই সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আরও পড়ুন-পিনকন চিটফান্ড মামলায় দোষী সাব্যস্ত কর্ণধার মনোরঞ্জন রায়-সহ ৮

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...