বাম-কংগ্রেস ছাত্র সংগঠনের প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার ধর্মতলা চত্বর

কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন প্রত্যাহার ও উত্তরপ্রদেশের হাথরাসে যুবতীকে ধর্ষণ ও নৃশংসভাবে শাস্তির দাবিতে শনিবার প্রতিবাদ মিছিল করল বাম-কংগ্রেস ছাত্র সংগঠন। শনিবার বিকেলে মৌলালির মোড় থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। এস এন ব্যানার্জী রোড ধরে মিছিল ধর্মতলার দিকে এগোতে থাকে। ধর্মতলায় বাম-কংগ্রেসের মিছিল আটকায় পুলিশ। এই মিছিল আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে বিক্ষোভকারীদের। ধর্মতলার মোড়ে বিক্ষোভকারীরা বসে পড়েন। ধর্মতলার মোড়ে যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা। পুলিশ অবস্থান বিক্ষোভ হটিয়ে দিতে চাইলে ফের বচসা বাধে। বাম-কংগ্রেস দুপক্ষের বিক্ষোভকারীরা কেন্দ্রের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। যানজটে সারা কলকাতা স্তব্ধ হয়ে যায় । এরই মাঝে মুষলধারে বৃষ্টি নামলে কিছুক্ষণের মধ্যেই এলাকা ফাঁকা হয়ে যায়। যানজটে নাকাল হতে হয় অফিস ফেরত যাত্রীদের।

আরও পড়ুন-বিজেপি দেশের সবচেয়ে বড় অতিমারি, দেশের লজ্জা: প্রতিবাদ মঞ্চ থেকে তীব্র কটাক্ষ মমতার

Previous articleএকদিনে ‘ডবল ধামাকা’, রিলায়েন্সে বিনিয়োগ দুই বিদেশি সংস্থার
Next articleআসনরফা শেষ, বিহারে বিরোধী জোটের নেতৃত্বে লালুপুত্র তেজস্বী