Friday, November 14, 2025

পিনকন চিটফান্ড মামলায় দোষী সাব্যস্ত কর্ণধার মনোরঞ্জন রায়-সহ ৮

Date:

Share post:

পিনকন চিটফান্ড মামলায় সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায়-সহ ৮ জনকে দোষী সাব্যস্ত করল তমলুক আদালত। আজ, শনিবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মৌ চট্টোপাধ্যায় এই হাইভোল্টেজ মামলার রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্তদের তালিকায় মনোরঞ্জন রায় ছাড়াও রয়েছে তাঁর স্ত্রী মৌসুমি রায়।

এদিন সরকারি আইনজীবী সৌমেন কুমার দত্ত আদালত কক্ষে বলেন, পিনকন চিটফান্ড সংস্থার ১৮ জন বোর্ড অব ডিরেক্টরের মধ্যে ৮ জনই দোষী সাব্যস্ত হয়েছে। তথ্য-প্রমাণ না থাকায় বাকি ১০জনকে অবশ্য বেকসুর খালাস করেছে আদালত।

উল্লেখ্য, শনিবার তমলুক আদালতে পিনকন চিটফান্ড মামলার রায় দান হয়। এর আগে মামলার শেষ শুনানিতে প্রেসিডেন্সি জেলের সুপারকে চরম ভর্ৎসনা করে তমলুক আদালত। রায়ের দিন যে ভাবেই হোক গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে পিনকনের কর্ণধার মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রী মৌসুমি রায়কে। সঙ্গে আদালতে হাজির করতে হবে ১৬ জন অভিযুক্তের প্রত্যেকে। এদের মধ্যে ৩৪ জন তমলুক সংশোধনাগারে রয়েছেন। মনোরঞ্জনবাবুকে আদালতে হাজির করতে না পারলে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন বলে জানিয়েছিলেন বিচারক। সেইমতো এদিন সংশ্লিষ্ট সকলেই বিচারকের সামনে হাজির করে পুলিশ। মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রী জামিনে মুক্ত ছিলেন। কিন্তু আগের একাধিক শুনানিতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তাঁরা আদালতে আসেননি।

আরও পড়ুন-হাথরাস : মুখ্যমন্ত্রীর মিছিল, প্রতিবাদে সামিল বাম ছাত্র-যুব ও কংগ্রেস

spot_img

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...