Wednesday, December 3, 2025

করোনা কাঁটার মধ্যেই জমজমাট পরেশ পালের ইলিশ উৎসব

Date:

Share post:

প্রতি বছরের মতো এ বছরও কাঁকুরগাছিতে ইলিশ উৎসবের আয়োজন করেছিলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷ এবার ১৬ তম বর্ষে তাঁর ইলিশ উৎসব। করোনা আবহের মধ্যেও পরেশ পাল বিগত বছরগুলোর মতোই ইলিশ উৎসবের মধ্য দিয়ে খাদ্যরসিক মাছে-ভাতে বাঙালিকে তাঁর স্বাদ থেকে বঞ্চিত করেননি। ইলিশ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল দুই বাংলার মেলবন্ধন ও মৈত্রির বার্তা।

বিখ্যাত এই ইলিশ উৎসবে পদ্মাপারের ইলিশ নিয়ে মেতেছিল দুইপারের মানুষ৷ এই অনুষ্ঠানের জন্য বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে ৪০০ কেজি ইলিশ পাঠানো হয়।

পরেশ পালের উদ্যোগে আয়োজিত এই ইলিশ উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্টজন থেকে আমজনতা। এদিনের ইলিশ উৎসবে হরেক রকম ইলিশ পদে কবজি ডোবালেন সকলেই৷ এবছরও উপস্থিত ছিলেন নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তাঁর হাত ধরেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় এদিন৷

ইলিশ উৎসবে শুরু থেকে শেষ অবধি ছিল ইলিশের নানা সুস্বাদু পদ৷ কাচ্চি বিরিয়ানি, ইলিশের মালাইকারি, সর্ষে ইলিশ, ইলিশ দিয়ে কচু শাক, চালতা দিয়ে ইলিশের টক, ভাজা ইলিশ, খোকা ইলিশের মালাইকারির।

ফিরহাদ হাকিম জানান, যেখানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে হৃদয়ের সম্পর্ক। অর্থাৎ কৃষ্টি-শিল্প-সংস্কৃতি দুই দেশেরই এক। এপার বাংলা -ওপার বাংলা একে অন্যের পরিপূরক। বাঙালির প্রিয় ইলিশ ইলিশ খেতে কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করতেই হয়।

আরও পড়ুন-ফুলবাগান মেট্রোর উদ্বোধন, ২০২১-এর মধ্যে ইস্ট-ওয়েস্টের কাজ শেষের প্রতিশ্রুতি

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...