নাম হওয়া উচিত বিরাট ‘রেকর্ড’ কোহলি। টেস্টে প্রথম ১০হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন সুনীল গাভাসকার। এবার টি-২০ ফরম্যাটে ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে ৯হাজার রানের গণ্ডি পেরোলেন ভারতের অধিনায়ক।
আরও পড়ুন- শীর্ষ আদালতে পৌঁছে গেলো হাথরাস-কাণ্ড, দায়ের হলো দু’টি তাৎপর্যপূর্ণ মামলা
আইপিএলে আরসিবির সময় খুব একটা ভাল না গেলেও বিরাট মোটামুটি ছন্দে রয়েছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেই বিরাট সর্বোচ্চ রানের মাইল স্টোন টপকে যান। আর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টি-২০-র রেকর্ড। ৯ হাজার রান পেরিয়ে বিরাট ভারতের প্রথম ক্রিকেটার, পৃথিবীতে সপ্তম। এই দীর্ঘ পথে রয়েছে ৬টি সেঞ্চুরি, ৬৫টি হাফ সেঞ্চুরি। আইপিএলে প্রথম দুটি ম্যাচে রান না পেলেও শেষ দুটি ম্যাচে রানে ফেরেন বিরাট। আপাতত টি-২০ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড ক্রিস গেইলের, ১৩,২৯৬।