শাহিনবাগে রাস্তা আটকে ধর্না: কী বলল সুপ্রিম কোর্ট ?

আন্দোলনের জন্য দিনের পর দিন যাতায়াতের রাস্তা আটকে রাখা যায় না। প্রকাশ্য স্থান আটকে রেখে দীর্ঘদিন ধর্না চালানো আদৌ গ্রহণযোগ্য নয়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলা দিল্লির শাহিনবাগের ধর্না নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে বুধবার এই বক্তব্য জানালো শীর্ষ আদালত। আদালত বলেছে, ভিন্নমত ও গণতন্ত্র হাত ধরাধরি করে চলে। কিন্তু এই ধরণের প্রতিবাদ গ্রহণযোগ্য নয়।

বিচারপতিদের বক্তব্য, আমরা পরিষ্কার করে দিতে চাই যে, শাহিনবাগ হোক বা অন্য কোথাও, প্রকাশ্য স্থান দীর্ঘদিনের জন্য দখল করে রাখা যায় না। এই ধরণের প্রতিবাদ আদৌ গ্রহণযোগ্য নয়। এই ঘটনা আটকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় হওযা উচিত। বাধা সরিয়ে ওই স্থান মুক্ত রাখা প্রয়োজন। এলাকা ফাঁকা করার জন্য প্রশাসনের আদালতের রায়ের অপেক্ষা করা উচিত নয়। শীর্ষ আদালত এই প্রসঙ্গে বলেছে, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করি। তবে তা শুধুমাত্র নির্দিষ্ট তথা মনোনীত স্থানেই হওয়া উচিত। সর্বসাধারণের ব্যবহৃত স্থানে অনির্দিষ্ট কালের জন্য প্রতিবাদ অন্যদের অসুবিধার সৃষ্টি করে কিনা– এই বিষয়ে আর্জির পরিপ্রেক্ষিতে একথা জানাল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুন-জগনকে নিয়ে নতুন জোটে যেতে চায় এনডিএ? জল্পনা তুঙ্গে

Previous articleব্রেকিং: পদার্থবিদ্যায় নোবেলেও এবার বাংলার যোগ
Next articleঝাড়গ্রামে করোনা সংক্রমণ রুখতে মাস্ক পরার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর