Tuesday, August 26, 2025

আমাদের বন্ধুত্ব মানতে পারেনি বলে পরিবারই খুন করেছে, দাবি হাথরসের অভিযুক্তের!

Date:

হাথরাস কাণ্ড ক্রমেই জটিল হচ্ছে। প্রথমে উত্তরপ্রদেশের পুলিশ বলেছিল, গণধর্ষণের ঘটনা ঘটেনি। আর এবার অন্যতম এক অভিযুক্তের দাবি, তার সঙ্গে সম্পর্ক থাকার জন্যই মেয়েটিকে খুন করেছে তার পরিবার। এখন অপবাদ দিতে অসত্য গল্প ছড়ানো হচ্ছে। হাথরাস কাণ্ডে ধৃত অন্যতম অভিযুক্ত সন্দীপ ঠাকুর অভিযোগ করে, মেয়েটির সঙ্গে তার সম্পর্ক মানতে না পেরে আক্রোশ মেটাতে তাকে খুন করেছে মেয়েটির পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর এই অভিযোগ নতুন মাত্রা যোগ করল এই ভয়ঙ্কর ঘটনায়।

আরও পড়ুন- এদিনও যথারীতি ‘নিখোঁজ’ শোভন- বৈশাখী? প্রশ্নের জোয়ার দলের অন্দরে


হাথরসের পুলিশ সুপারকে হিন্দিতে একটি চিঠি লিখেছে অভিযুক্ত সন্দীপ ঠাকুর। তাতে টিপ সই রয়েছে তার এবং বাকি তিন জনের। সেই চিঠিতে লেখা, সে এবং মৃত তরুণী পরস্পরের বন্ধু ছিল। দেখা করা ছাড়াও মাঝেমধ্যে ফোনে কথা বলত তারা। গত এক বছরে নির্যাতিতার সঙ্গে তার ১০৪ টি ফোন কল বিনিময় হয়েছে বলে দাবি অভিযুক্ত সন্দীপের। অভিযোগ পত্রে তার দাবি, তাদের বন্ধুত্ব নিয়ে অখুশি ছিল তরুণীর পরিবার। তাই মা আর ভাই মিলে ক্ষেতের মধ্যে তরুণীকে ব্যাপক মারধর করে। তারপর ওই ঘটনায় চার জনকে ফাঁসানোর চেষ্টা করছে। অভিযোগ পত্রে সন্দীপের বয়ান:
‘‌ঘটনার দিন আমি তরুণীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে ওর মা ও ভাই ছিল। ও আমায় বাড়ি ফিরে যেতে বলে। আমি বাড়ি ফিরে গরুদের খাওয়াচ্ছিলাম।’‌ এরপরই সন্দীপ আঙুল তুলেছে তরুণীর পরিবারের দিকে। লিখেছে, ‘‌আমি পরে গ্রামবাসীদের থেকে শুনতে পাই, ওর মা এবং দাদা আমাদের বন্ধুত্বের জন্য তরুণীকে বেদম মেরেছে। গুরুতর আহত হয়েছে মেয়েটি। আমি কখনও ওকে মারধর করিনি। খারাপ আচরণও করিনি। ওর মা আর ভাই মিলে আমার আর বাকি তিন জনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে। জেলে পাঠিয়েছে। আমরা নিরপরাধ। আমি অনুরোধ করছি, এই নিয়ে তদন্ত করুন। আমাদের সুবিচার দিন।’‌ হাথরাস কাণ্ডে ধৃত চার অভিযুক্ত এখন আলিগড় জেলে রয়েছে। জেল কর্তৃপক্ষ এই চিঠি লেখার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, চিঠিটি তাঁরা হাথরস থানায় পাঠিয়েছেন। আলিগড় জেলের সিনিয়র সুপার অলোক সিং জানিয়েছেন, ওরা ওদের বক্তব্য পেশ করেছে। তদন্তকারী দল বিষয়টি খতিয়ে দেখবে। এদিকে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্যাতিতার পরিবার। তরুণীর বাবা সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমরা টাকাপয়সা বা অন্য ক্ষতিপূরণ চাই না। আমার মৃত মেয়ের জন্য বিচার চাই।

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version