Thursday, August 21, 2025

লিবিয়ায় অপহৃত সাত ভারতীয়কে ঘরে ফেরাতে তৎপর ভারতীয় বিদেশমন্ত্রক

Date:

Share post:

লিবিয়ায় অপহৃত ভারতীয়দের ঘরে ফেরানোর প্রচেষ্টা অব্যাহত ভারতীয় বিদেশমন্ত্রকের। লিবিয়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অপহৃত ভারতীয়দের সুরক্ষিত ভাবে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিদেশমন্ত্রক। পাশাপাশি কথা বলা হচ্ছে আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গেও।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, গত ১৪ সেপ্টেম্বর অপহরণ করা হয় ওই সাত ভারতীয়কে। সেই সময় তাঁরা ভারতের উদ্দেশ্যে বিমান ধরার জন্য ত্রিপোলি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তাঁদেরকে লিবিয়ার অ্যাসওয়ারিফ থেকে অপহরণ করা হয়েছিল।

কর্মসূত্রে, ভারতের অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত ও উত্তরপ্রদেশের ওই ৭ বাসিন্দা লিবিয়ায় থাকতেন। বিগত বেশ কয়েক বছর ধরে তাঁরা সেখানকার নির্মাণ শিল্প ও তৈল সংস্থায় কাজ করতেন। যে সংস্থায় তাঁরা এতদিন চাকরি করে এসেছেন, তাদের তরফেও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। লিবিয়ার ওই সংস্থা ভারতের বিদেশমন্ত্রককে কর্মীদের সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করেছে।

আরও পড়ুন : ভিমা-কোরেগাঁও মামলায় ৮৩ বছর বয়সী ফাদার স্টান স্বামীকে গ্রেফতার করল NIA

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত সরকার ক্রমাগত তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। অপহৃত নাগরিকদের সন্ধান করতে এবং শীঘ্রই তাঁদের বন্দিদশা থেকে মুক্তির লক্ষ্যে লিবিয়া কর্তৃপক্ষ এবং নিয়োগকর্তাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় সাধন করে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। অনুরাগ জানান, প্রমাণ হিসেবে সাত ভারতীয়ের ছবিও দেখিয়েছে অপহরণকারীরা।

spot_img

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...