শারজার গ্রাউন্ডে দিল্লির দাপটে বদলে গেল আইপিএলের লিগ টেবিল

রাজস্থান রয়েলসের বিরুদ্ধে শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বড় জয়ের পর আইপিএল ২০২০ পয়েন্ট তালিকা বড়সড় রদবদল ঘটল। শারজার গ্রাউন্ডে বিধ্বংসী ব্যাটিংয়ের শেষে ফের একবার লিগ টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি। একইসঙ্গে দিল্লির কাছে হারের পর প্লে-অফের লড়াই থেকে রাজস্থান যে বেশ খানিকটা দূরে সরে গেল তা বলাই বাহুল্য। দুবাইয়ের ময়দানে আইপিএলের ২১ দিনের লড়াই শেষে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে শ্রেয়াস আইয়াররা।

পয়েন্ট তালিকা অনুযায়ী রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর মাত্র ৬ টি ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে দিল্লি। বর্তমানে তালিকার শীর্ষে অবস্থান করছে তারাই। এর ঠিক পর ছটি ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ছটি ম্যাচ খেলে এখনো পর্যন্ত তাদের পয়েন্ট ৬। কলকাতা রয়েছে চতুর্থ স্থানে। পাঁচ ম্যাচে দীনেশ কার্তিকদেরও প্রাপ্য পয়েন্ট ৬। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে কলকাতার ঠিক পরে পঞ্চম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাশাপাশি ছয় ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। একই পয়েন্টসহ সপ্তম স্থানে রাজস্থান রয়্যালস। এবং এই তালিকার একেবারে শেষে অষ্টম স্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এখনো পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে তাদের প্রাপ্য পয়েন্ট মাত্র ২। শনিবার চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ হয়েছে। এই ম্যাচে হার জিতের ওপর ফের পয়েন্ট টেবিলে রদবদলে ঘটবে বলে অনুমান করা হচ্ছে।

আরো পড়ুন: ধোনির অফ-ফর্মে জিভাকে ধর্ষণের হুমকি সোশ্যাল মিডিয়ায়, তীব্র নিন্দার ঝড়

এর পাশাপাশি সর্বাধিক রানের দিক থেকে এখনো পর্যন্ত আইপিএল ২০২০ তে এগিয়ে রয়েছেন কে এল রাহুল। পাঁচটি ম্যাচ খেলে ৩১৩ রান করে ফেলেছেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক বর্তমানে যে দুরন্ত ফর্মে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। টুর্নামেন্টের কমলা টুপির দাবীদার হিসেবে বর্তমানে শীর্ষে তিনিই। এছাড়াও ছটি ম্যাচ খেলে ১৫ টি উইকেট নিয়ে লীগ টেবিল সর্বাধিক উইকেট শিকারী দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। শেষ ম্যাচে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে তিনটি উইকেট পেয়েছেন তিনি। রাবাডার ঠিক পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। এখনো পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের এই ফাস্ট বোলার ছটি ম্যাচ খেলে পেয়েছেন ১১ টি উইকেট।

Previous articleজেলে বসেই মণীশ খুনের ছক! বিজেপি নেতা হত্যায় নয়া মোড়
Next article‘ধর্মীয় শিক্ষা’ র অজুহাতে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত বিজেপি সরকারের