স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে ধুন্ধুমার কাণ্ড পান্ডুয়া, হুগলিতে

সোনারপুরের পর এবার রেলের পেট্রোলিং স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে ধুন্ধুমার পান্ডুয়া, খন্নান এবং হুগলি স্টেশনে। রবিবার সকাল ৬টায় বর্ধমান-হাওড়া ডাউন মেন লাইন ধরে পান্ডুয়ায় পৌঁছয় রেলের স্পেশাল পেট্রোলিং ট্রেন। এই ট্রেন মূলত রেল আধিকারিকদের জন্য। এই ট্রেনে উঠেই দিন দুয়েক ধরে লিলুয়া ও হাওড়ায় রেল পুলিশের ভর্ৎসনার মুখে পরে যাত্রীরা। অভিযোগ যাত্রীদের মারধরও করা হয়।


চলতি সপ্তাহে স্পেশাল ট্রেনে ওঠার দাবি জানিয়ে সোনারপুরে বিক্ষোভ দেখান যাত্রীরা। রবিবার সেই চিত্র দেখা গেল হুগলি জেলার একাধিক স্টেশনে। এদিন সাতসকালে ট্রেনে উঠতে চেয়েই যাত্রীরা বিক্ষোভ দেখায় পান্ডুয়া স্টেশনে। ট্রেনটিকে প্লাটফর্মে ঘিরে ধরেই বিক্ষোভে ফেটে পড়েন রেলের সাধারণ যাত্রীরা। তাঁদের দাবি টিকিট কাউন্টার খুলতে হবে এবং যাত্রীদের জন্য ট্রেন দিতে হবে। নাহলে এই স্পেশাল পেট্রোলিং ট্রেনেই তাঁদের উঠতে দিতে হবে। এই দাবিতে সকাল ৬টা থেকে রেল অবরোধ চলছে পান্ডুয়া স্টেশনে। গোটা ঘটনায় তৎপর হয়েছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনের ২৩টি স্টেশনে বিশেষ নজর দেওয়া হবে। বেশি সংখ্যক আরপিএফ মোতায়েন করা হবে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে।

আরও পড়ুন:পুজোর ভিড়ে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা,হাসপাতালে আদৌ মিলবে শয্যা ?

 

Previous articleস্পা-এর আড়ালে মধুচক্র, টেলি-অভিনেতা সহ গ্রেফতার ১৬
Next articleদিলীপ ব্যস্ত জেলায়, কেন্দ্রীয় নেতারা রাজভবনে ব্যস্ত ছবি তুলতে