Thursday, May 15, 2025

অবিলম্বে গ্রেফতার করতে হবে অর্ণব গোস্বামীকে, নেটিজেনদের দাবিতে ভরে উঠল টুইটার

Date:

Share post:

ভুয়ো টিআরপি রেটিং কাণ্ডে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে রিট পিটিশন। সেই শুনানি না হওয়া পর্যন্ত, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু না করার আর্জি জানিয়ে, শনিবারই মুম্বই পুলিশকে চিঠি দেন রিপাবলিক টিভির চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) শিব সুব্রহ্মণ্যম সুন্দরম। সেই খবর প্রকাশ্যে আসতেই এবার ক্ষেপে উঠল টুইটার। দাবি উঠল গ্রেফতার করতে হবে অর্ণব গোস্বামীকে।

কী এমন ছিল সেই চিঠিতে? জানা গেছে, মুম্বই পুলিশের এসিপি শশাঙ্ক শান্তভরকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে সুন্দরম জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগীতা করবেন। কিন্তু, সংশ্লিষ্ট মামলার ভিত্তিতে আর্টিকেল ৩২ -র অধীনে একটি রিট পিটিশন আগেই দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে (অস্থায়ী আবেদনের নম্বর ৭৮৮৮৮/২০২০) । যে রিট পিটিশন দাখিল হয়েছে, সেটির শুনানি আগে শেষ হোক। সম্ভবত আগামী সপ্তাহেই মামলাটি শীর্ষ আদালতে উঠবে। সেই রায়ের ভিত্তিতেই রিপাবলিক টিভি তদন্তে যোগ দেবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু ততদিন পর্যন্ত তদন্ত এগিয়ে না নিয়ে যাওয়ার আর্জিও জানানো হয়েছে। চিঠিতে সুন্দরম আরও জানিয়েছেন, ব্যক্তিগত কাজে আগামী কয়েকদিন মুম্বইয়ের বাইরে থাকবেন তিনি। ১৪-১৫ অক্টোবর নাগাদ ফিরবেন।

এই চিঠির খবর প্রকাশ্যে আসতেই ক্ষেপে ওঠে নেটিজেনরা। সুন্দরমের এই পদক্ষেপ যে ভালোভাবে নেয়নি তারা, তা তাদের লেখা থেকেই স্পষ্ট। অনেকেই টুইট করে দাবি তোলেন, অবিলম্বে গ্রেফতার করতে হবে অর্ণব গোস্বামীকে।

আরও পড়ুন : টিআরপি-তে কারচুপির অভিযোগ রিপাবলিক টিভির বিরুদ্ধে, তদন্তে মুম্বই পুলিশ

সম্প্রতি তিনটি টিভি চ্যানেলের বিরুদ্ধে টাকা দিয়ে টিআরপি কেনার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার ভুয়ো টিআরপি রেটিং ব়্যাকেটে জড়িত থাকার অভিযোগ আনেন স্বয়ং মুম্বই পুলিশ কমিশানার পরমবীর সিং। বাকি দুই চ্যানেল ‘‌ফকত মারাঠি’‌ এবং ‘‌বক্স সিনেমা’র মালিককে গ্রেফতার করার পাশাপাশি সমন পাঠানো হয় রিপাবলিক টিভিকেও। পাল্টা মুম্বই পুলিশ কমিশনারের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুমকি দেন অর্ণব গোস্বামী। তিনি দাবি করেন সম্প্রতি মুম্বই পুলিশের বিরুদ্ধে খবর করার জন্য তাঁকে ও তাঁর চ্যানেলকে নিশানা করা হচ্ছে।

আরও পড়ুন : চ্যানেল চালিয়ে রাখতে দেওয়া হতো টাকা! টিআরপি কারচুপিতে নয়া মোড়

ইতিমধ্যেই ধৃত বিশাল ভান্ডারি (২০), বোমপল্লি রাও মিস্ত্রি ওরফে সঞ্জীব রাও (৪৪), এবং দুই চ্যানেল মালিক শিরীষ শেট্টি ও নারায়ণ শর্মাকে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এসপ্ল্যানেড আদালত।

spot_img

Related articles

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...