যুব মোর্চার নবান্ন চলো অভিযানে জল কাণ্ডকে ইস্যু করতে মরিয়া বিজেপি। লকেট চট্টোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রিপোর্ট তলব করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। অন্যদিকে দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনে চিঠি দিয়ে মূলত তিনটি অভিযোগ জানিয়ে এলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন যুব সভাপতি সৌমিত্র খাঁ।

স্বপনের স্বরাষ্ট্রমন্ত্রীর স্বপনবাবুর অভিযোগ,
১. পুলিশ সেদিন নির্মম অত্যাচার করেছে। কর্মীদের বিনা প্ররোচনায় মেরেছে।


২. জল কামানে রঙিন জলে রাসায়নিক ছিল। এটা কেন?

৩. পুলিশ বোমাবাজি করেছে।


স্বপনবাবাবুর বক্তব্য, তাঁরা মানবাধিকার কমিশনে অভিযোগ জানাননি। কারণ, এটি নাকি ‘লিফ সাপোর্ট সিস্টেম’-এ চলছে।

আরও পড়ুন- করোনামুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভালো সাড়া দিচ্ছেন চিকিৎসায়
