Breaking: রাজনীতি থেকে স্বেচ্ছা-অবসরের পোস্ট মুকুলপুত্রের, চর্চা

” রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয়?”- শুভ্রাংশু রায়।

ফেস বুকে পোস্ট মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর।
এনিয়ে তুমুল চর্চা।
হঠাৎ এই পোস্ট কেন?
দীর্ঘদিন ধরেই টালবাহানায় আছেন তিনি। বাবার মুখ রাখতে বিজেপিতে গেছেন। ইদানিং দুএকটি ক্ষেত্রে তাঁকে নেতাদের সঙ্গে দেখা গিয়েছে। কমিটির দীর্ঘ তালিকার মধ্যেও আছেন। যদিও গুরুত্বপূর্ণ কিছু নয়।
এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুরে এহেন পোস্টে ব্যাপক চর্চা।
পোস্টে প্রথম দুঘন্টায় 556 রিঅ্যাকশন। 397 মন্তব্য। 12 শেয়ার।
মন্তব্য তালিকা রীতিমত শিহরণযোগ্য। কেউ বলেছেন: ঐতিহাসিক দৃষ্টান্ত হবে। রাজনীতির প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে। কেউ বলেছেন: নো ওয়ে। কেউ বলেছেন: গুড ডিসিশন। কেউ বলেছেন: নিজের অতীত ভোলা উচিত হয়নি। শুরুতেই নেতা হয়েছেন। কর্মী হতে হয় নি। কেউ আবার এই পোস্টে নতুন দলের গন্ধ পাচ্ছেন। আবার বহু কটাক্ষও আছে। কেউ বলেছেন: বীজপুরকে ডুবিয়ে দিয়ে বিদায় নিয়ে কী হবে?

আরও পড়ুন- বিজেপির দুর্গাপুজো? কড়া প্রশ্ন পরিবার থেকেই

দুপুর সওয়া দুটো।
এখনও পোস্টটি আছে।
ডিলিট হয়নি।
পোস্টটি কিন্তু বেশ সাজিয়ে স্টিকার তৈরি করে ছাড়া হয়েছে।
তবে শুভ্রাংশু সত্যি ভাবছেন এসব নাকি বিজেপিতে গুরুত্ব বাড়ানোর কৌশল, সেটা স্পষ্ট নয়।