রাশিয়ায় এবার করোনার দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন

করোনা মহামারি পরিস্থিতিতে বিশ্বে এই ভাইরাসের প্রথম প্রতিষেধক বা ভ্যাকসিন অানার কৃতিত্ব দাবি করেছিল রাশিয়া। করোনার ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ সামনে এনেছিল পুতিনের দেশ। কিছু সময়ের মধ্যেই এবার করোনার দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাক করোনা’কে অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করল রাশিয়া। বুধবার ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমি একটা দারুণ খবর দিচ্ছি। নভোসিবিরস্কের ভেক্টর সেন্টার আবিষ্কার করেছে দ্বিতীয় করোনা ভ্যাকসিন। এর নাম এপিভ্যাক করোনা। ভ্যাকসিন আসার খবর জানিয়ে উচ্ছ্বসিত পুতিন আরও বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৃতীয় ভ্যাকসিনটি তৈরি করেছে চুমাকভ সেন্টার। যা কিছুদিনের মধ্যেই নথিভুক্ত করা হবে।

জানা গিয়েছে, সাইবেরিয়ায় তৈরি হওয়া এই ভ্যাকসিন গত সেপ্টেম্বরেই প্রাথমিক ভাবে হিউম্যান ট্রায়ালের ধাপ পার করেছে। সেই ট্রায়ালের ফল তারা শিগগিরি প্রকাশ করবে। সেই সঙ্গে শুরু হবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালও। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা ইতিমধ্যে নিজে এই ভ্যাকসিনটি নিয়েছেন। গোলিকাভা দাবি করেছেন ‘এপিভ্যাক করোনা’র কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই ভ্যাসকিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৪০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী।

আরও পড়ুন:ভারতীয়-মার্কিনিরা ডোবাতে পারেন ট্রাম্পকে, সমীক্ষায় বাইডেনের পক্ষে বিপুল সমর্থন

Previous articleBreaking: রাজনীতি থেকে স্বেচ্ছা-অবসরের পোস্ট মুকুলপুত্রের, চর্চা
Next articleশহরে ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া! এবার মায়ের মৃতদেহ আগলে রেখেছিল ছেলে