আরএসএসের আজ্ঞাবহ ধনকড়? রাজ্যপালের টুইট ঘিরে শোরগোল

বাংলার সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করতে গিয়ে এবার নিজেই বেকায়দায় পড়লেন
রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এদিন একটি ট্যুইট করেন। জগদীপ ধনকড় এই ট্যুইটের সঙ্গে দুটি ছবি শেয়ার করেন। সেখানে একটি ছবি ওনার ফোনের স্ক্রিনশট। আর তাতেই “পর্দা ফাঁস”!

ছবিতে দেখা যাচ্ছে, তাঁকে এই ছবি পাঠিয়েছেন এমন এক ব্যক্তি, যাঁর নাম আরএসএস সুধীর হিসেবে সেভ করা আছে রাজ্যপালের মোবাইলে। সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বেগতিক দেখে তড়িঘড়ি তিনি ওই ট্যুইট মুছে দেন।

কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্যপাল কী তবে আরএসএসের নির্দেশেই সমস্ত কাজ করেন? তাহলে কী ওনার বিরুদ্ধে শাসক দলের অভিযোগ ঠিক?

এদিকে ধনকড়-এর এই টুইট পোস্ট করে তাঁকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তব্য, “রাজ্যের সাংবিধানিক প্রধান কি তাহলে আরএসএস-এর কথায় কাজ করেন?”

আরএসএস সুধীর কে? তাঁর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন- শাঁখ বাজিয়ে নবান্ন সভাঘর থেকে ১২ জেলার ১১০ পুজোর উদ্বোধন মমতার

 

Previous articleফের কর্মিসভায় বেলাগাম, দলকে ডোবালেন কেষ্ট
Next articleমা-কে বাঁচাতে দুষ্কৃতীদের সঙ্গে একা হাতে লড়াই করল খুদে