খায়রুল আলম , ঢাকা

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপুজো উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ছ’ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন- বিদেশী ফুটবলারদের নিয়ে গোয়া পৌঁছলেন রবি ফাওলার
শুক্রবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপুুদুর্গাপুজো উপলক্ষে আগামী ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে। আবার ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক হবে।

এই ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।
