ক্রিকেটের মূলস্রোতে ফেরার জন্য মুখিয়ে আছেন শ্রীসন্থ

স্পট ফিক্সিং মামলায় আজীবন নির্বাসন করা হয়েছিল তাকে। কিন্তু আদালত থেকে মুক্তি পাওয়ার পর ক্রিকেটার শ্রীসন্থের প্রতিক্রিয়া, আমাকে কেউ ডাকো আমি ক্রিকেট খেলতে চাই। 2007 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং 2011-এর বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীসন্থের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। তিনি স্পষ্ট জানান, 2023- এর বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা তার পাখির চোখ।

এমনকি লর্ডসে এমসিসি ও বিশ্ব একাদশের ম্যাচটিতেও তিনি অংশ নিতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন।
রীতিমতো সাড়া জাগানো এই তারকা ক্রিকেটার এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৭ টি টেস্ট, ৫৩ টি ওয়ানডে এবং ১০ টি টি -২০ ম্যাচ খেলেছেন। এই তিন ক্ষেত্রেই তার উইকেট পাওয়ার সংখ্যা ৮৭, ৭৫ এবং ৭।
আগামী দিনে আদৌ ক্রিকেটের মূলস্রোতে তিনি ফিরতে পারেন কিনা সে দিকেই তাকিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

Previous article‘আমি মুসলিম মেয়ে, সুখে আছি হিন্দুকে বিয়ে করে’, তনিষ্ক বিতর্কে জল ঢাললেন জারা
Next articleকেন্দ্র বিরোধিতায় জোর, গানে জেল প্রশাসনকে তুলোধনা