Monday, December 29, 2025

জল্পনার ফেসবুক পোস্টের পর সাংবাদিক বৈঠক ডেকে বিজেপিতে অস্বস্তি বাড়ালেন মুকুল-পুত্র

Date:

Share post:

মুকুল রায় পুত্র শুভ্রাংশু একটু পরেই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। ঘটা করে কাঁচরাপাড়ার বাড়িতে ডেকেছেন সংবাদ মাধ্যমকে। বিষয়টি আরও মাত্রা পেয়ে গিয়েছে শুভ্রাংশুর বৃহস্পতিবার সন্ধেয় একটি ফেসবুক পোস্টের কারণে। শুভ্রাংশু পোস্টে লেখেন ‘রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নিলে কেমন হয়?’ আর তারপরেই এই সাংবাদিক বৈঠক। শুভ্রাংশুর এই হঠাৎ বোমা ফাটানোর ইচ্ছায় সবচেয়ে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব, আরও বেশি করে বললে বলতে হয় কৈলাশ বিজয়বর্গীয় শিবির।

বছর খানেক আগে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন শুভ্রাংশু। যদিও তৃণমূলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। তারপর নানা সময়ে তৃণমূলে ফিরে আসার গুঞ্জন শোনা যায়। আবার বিজেপিতেও সেভাবে কল্কে না পাওয়ায় বারবার অসন্তোষ প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে। শোনা যাচ্ছে আগামী বিধানসভা ভোটে বিজেপি তাকে বীজপুরে প্রার্থী করতেও রাজি নয়। ফলে নিজের মনের মধ্যেই দীর্ঘ দ্বন্দ্ব চলেছে। তার প্রকাশ আজ বেরিয়ে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

কিন্তু মুকুল শিবিরের খবর, সবটাই শুভ্রাংশুর তৈরি করা চিত্রনাট্য। যা বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির তৈরি করে দেওয়া। দলের উপর চাপ তৈরি করার এটা একটা কৌশল। দিনের শেষে এই সাংবাদিক বৈঠক অশ্বডিম্ব প্রসব করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আবার অন্য একটি মহল বলছে, অন্যরকম কিছু ঘোষণা করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বিকেলে বিজেপির মিছিলেও থাকবেন বলে খবর। সব মিলিয়ে রাজনৈতিক মহলের আজ নজর কাঁচরাপাড়ার রায় বাড়িটির দিকে।

আরও পড়ুন : কারও জন্য উন্নয়ন আটকাবে না, নাম না করে শোভনকে একহাত পার্থর

spot_img

Related articles

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর, ঘোষণা মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনও

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা...

বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন অভিষেকের, আশ্বস্ত-আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা

ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

এসআইআরে নাম বাদ যাওয়ার আতঙ্কে একদিনে তিন মৃত্যু রাজ্যে

এসআইআর (SIR Tension) আতঙ্কে মৃত্যু-মিছিল বেড়েই চলেছে। সোমবার ফের একদিন তিনজনের মৃত্যু হল রাজ্যে। হাওড়া, নদিয়া এবং পুরুলিয়ায়...

উত্তর না পেলে আবার আসছি: কমিশন দফতরে পাঁচ দাবি পেশ করে স্পষ্ট করল তৃণমূল

কমিশন জানাচ্ছে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ নানাভাবে সন্দেহভাজন। তাই নাম ওঠেনি খসড়া ভোটার তালিকায়। কিন্তু আজও তার...