পুজো মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণে নোডাল অফিসার মোতায়েনের সিদ্ধান্ত লালবাজারের

ফাইল ছবি

করোনা আবহে বিভিন্ন মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে তার উপর নজরদারি করতে নোডাল অফিসার মোতায়েনের সিদ্ধান্ত নিল লালবাজার। এই নোডাল অফিসারের কাজ হবে রাজ্য সরকারের গাইডলাইন পুজো কমিটিগুলি মানছে কি না তা দেখা।

এই নোডাল অফিসার কারা হবেন? জানা গিয়েছে, এএসআই পদমর্যাদার একজন পুলিশ কর্মীকে প্রত্যেক পুজো মণ্ডপে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পুজো মণ্ডপে বিধি মানা হচ্ছে কি না, কতটা সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে, কতজন মাস্ক পরছেন। রিপোর্ট দেবেন সংশ্লিষ্ট থানার ওসিকে। সেই থানা রিপোর্ট দেবে ডিসিকে।

মহামারি পরিস্থিতিতে বারোয়ারি দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানতে চেয়েছে রাজ্য সরকার ভিড় নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে। এই বিষয়ে মুখ্যসচিবকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই মতো কোভিড বিধি মেনে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা শুরু করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন:৩০ ঘণ্টার ব্যবধানে ফের আগুন বউবাজারে, এলআইসি বিল্ডিংয়ে আগুনে জখম ৩

Previous articleচার তৃণমূল নেতার পাশে দাঁড়িয়ে অখিল গিরি বললেন, সাসপেনশন অবৈধ
Next articleসমুদ্রে ভাসমান ‘ভুতুড়ে জাহাজ’! বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানিয়ে ভাইরাল ভিডিও