সুপ্রিম কোর্টের একাধিক পদের জন্য চলছে নিয়োগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের একাধিক পদের জন্য চলছে নিয়োগ। সুপ্রিম কোর্ট, দিল্লি কোর্ট জুনিয়র সহকারী ও শাখা কর্মকর্তার শূন্য পদের জন্য অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারেন।

▪️ পোস্টের বিবরণ:
পদের নাম: জুনিয়র কোর্ট সহকারী ও শাখা কর্মকর্তা
পদ সংখ্যা: ৭
আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২০
▪️স্থান: দিল্লি
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র কোর্ট সহকারী-কম্পিউটারে বিটেক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা
শাখা কর্মকর্তা: বি.টেক
▪️বয়স:
জুনিয়র কোর্ট সহকারী: ২১-৩০বছর
শাখা কর্মকর্তা: ৩০-৪৫ বছর
▪️বেতন:
জুনিয়র কোর্ট সহকারী: ৩৫,৪০০ টাকা প্রতি মাসে
শাখা কর্মকর্তা: ৬৭,৭০০ টাকা প্রতি মাসে

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের জন্মতারিখ সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য এবং নথিসহ কপি অনলাইনে জমা করতে হবে। তার মধ্যে থেকে বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষার ভিত্তিতে নিযুক্ত করা হবে।

আরও পড়ুন : বিহারে বিজেপি বেশি আসন পেলেও মুখ্যমন্ত্রী নীতীশই, জল্পনা উড়িয়ে বললেন শাহ

Previous articleদক্ষিণ দিনাজপুরের তিন বিতর্কিত নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল
Next articleনিজের উপর হামলা চালাতে গুন্ডা ভাড়া, যোগীর রাজ্যে পুরোহিতের ষড়যন্ত্র ফাঁস