কোভিডজয়ীদের জন্য ‘রিকভারি ক্লিনিক’ চালু অ্যাপোলোতে

করোনা থেকে সুস্থ হয়ে উঠেও রোগ মুক্তি মিলছে না। অনেকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিচ্ছে। তাই এবার কোভিডজয়ীদের জন্য অভিনব উদ্যোগ নিল অ্যাপোলো হাসপাতাল গ্রুপ। সংশ্লিষ্টদের জন্য ‘ফলো-আপে’র ব্যবস্থা করেছে তারা। সেই ক্লিনিক এবার চালু হলো কলকাতায়।

অনেক ক্ষেত্রেই করোনা নেগেটিভ হলেও আগের মতো সুস্থ হয়ে উঠছেন না। নয়। দেখা যাচ্ছে, তাঁরা বিভিন্ন রকম অসুস্থতা বা অস্বস্তির শিকার হচ্ছেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্টরা কীভাবে থাকবেন, কী কী স্বাস্থ্যবিধি মানবেন তা নিয়ে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। কোভিডজয়ীরা সাহায্য পাবেন ওই কর্মশালা থেকে। দেশের বিভিন্ন প্রান্তে অ্যাপোলো হাসপাতালে এই রিকভারি ক্লিনিক হবে। এদিন কোভিডজয়ীরা উপস্থিত হয়েছিলেন ক্লিনিকে। ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অ্যাপোলো গ্রুপের সিইও রানা দাশগুপ্ত, বিশিষ্ট চিকিত্সিক শ্যামাশিস বন্দোপাধ্যায়।

আরও পড়ুন:পুজোয় পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স-হাসপাতালে বেডের ব্যবস্থা: সিদ্ধান্ত নবান্নের বৈঠকে

 

Previous articleঅবিশ্বাস্য! ৯ মাসের অন্তঃসত্ত্বা, মাত্র ৫.২৫ মিনিটে দৌড়ালেন ১.৬ কিমি
Next articleসন্তানের জন্ম কী নভেম্বরেই? জোর জল্পনা বিরাট-অনুষ্কাকে ঘিরে