Monday, August 25, 2025

করোনা মহামারির দ্বিতীয় ঝাপটা আসতে চলেছে ইউরোপে। এখন যা পরিস্থিতি তাতে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা দেখছে ইতালি। বাদ নেই ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, বেলজিয়ামের মত দেশও। এর আগে একবার করোনা সংক্রমণ ও মৃত্যুমিছিলের ভয়াবহ অধ্যায় পার করেছে ইতালি। সেখানে এখন আবার শঙ্কার মেঘ ঘনাচ্ছে। রোজই বাড়ছে সংক্রমণ। শীত বাড়তে থাকলে অবস্থা আরও উদ্বেগজনক হবে বলে পূর্বাভাস দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। দুর্দিনের আতঙ্ক ফিরিয়ে এনে শনি ও রবি রেকর্ড সংক্রমণ দেখা গিয়েছে ইতালিতে। শনিবার সংক্রমণের সংখ্যা এযাবৎকালের মধ্যে সর্বাধিক, প্রায় ১১ হাজার। এই পরিস্থিতিতে কয়েকদিনের মধ্যেই নতুন বিধিনিষেধ ঘোষণা করতে চলেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।

তবে সংক্রমণ বাড়তে থাকলেও ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় বিশ্বের বহু দেশই আর পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটতে চাইছে না। পরিবর্তে বিধিনিষেধ কঠোর করার কথা বলা হচ্ছে। যদিও ইতালির সরকারি সূত্রের বক্তব্য, সংক্রমণ এই গতিতে বাড়তে থাকলে গতবারের মত বিপর্যয় এড়াতে অর্থনৈতিক ক্ষতি স্বীকার করেও হয়তো লকডাউনের পথে হাঁটা হতে পারে। ইতিমধ্যেই সংক্রমণ আটকাতে বাড়ির বাইরে মাস্ক ব্যবহার প্রায় সব দেশই বাধ্যমূলক করতে চাইছে। নিয়ম কঠোর করতে বড় অঙ্কের জরিমানার শাস্তি বলবৎ করেছে অনেক দেশ। তবে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সামাজিক দূরত্ব বিধি না মানার সমস্যা সংক্রমণ বাড়াচ্ছে। ইতালিতে প্রথমবারের করোনা ধাক্কায় মারা গিয়েছিলেন প্রায় সাড়ে ছত্রিশ হাজার মানুষ। করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন:হংকং ইস্যুতে কানাডাকে হুঁশিয়ারি চিনের, পাল্টা বিবৃতিতে কোণঠাসা জিনপিং

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version