Sunday, November 2, 2025

করোনা মহামারির দ্বিতীয় ঝাপটা আসতে চলেছে ইউরোপে। এখন যা পরিস্থিতি তাতে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা দেখছে ইতালি। বাদ নেই ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, বেলজিয়ামের মত দেশও। এর আগে একবার করোনা সংক্রমণ ও মৃত্যুমিছিলের ভয়াবহ অধ্যায় পার করেছে ইতালি। সেখানে এখন আবার শঙ্কার মেঘ ঘনাচ্ছে। রোজই বাড়ছে সংক্রমণ। শীত বাড়তে থাকলে অবস্থা আরও উদ্বেগজনক হবে বলে পূর্বাভাস দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। দুর্দিনের আতঙ্ক ফিরিয়ে এনে শনি ও রবি রেকর্ড সংক্রমণ দেখা গিয়েছে ইতালিতে। শনিবার সংক্রমণের সংখ্যা এযাবৎকালের মধ্যে সর্বাধিক, প্রায় ১১ হাজার। এই পরিস্থিতিতে কয়েকদিনের মধ্যেই নতুন বিধিনিষেধ ঘোষণা করতে চলেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।

তবে সংক্রমণ বাড়তে থাকলেও ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় বিশ্বের বহু দেশই আর পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটতে চাইছে না। পরিবর্তে বিধিনিষেধ কঠোর করার কথা বলা হচ্ছে। যদিও ইতালির সরকারি সূত্রের বক্তব্য, সংক্রমণ এই গতিতে বাড়তে থাকলে গতবারের মত বিপর্যয় এড়াতে অর্থনৈতিক ক্ষতি স্বীকার করেও হয়তো লকডাউনের পথে হাঁটা হতে পারে। ইতিমধ্যেই সংক্রমণ আটকাতে বাড়ির বাইরে মাস্ক ব্যবহার প্রায় সব দেশই বাধ্যমূলক করতে চাইছে। নিয়ম কঠোর করতে বড় অঙ্কের জরিমানার শাস্তি বলবৎ করেছে অনেক দেশ। তবে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সামাজিক দূরত্ব বিধি না মানার সমস্যা সংক্রমণ বাড়াচ্ছে। ইতালিতে প্রথমবারের করোনা ধাক্কায় মারা গিয়েছিলেন প্রায় সাড়ে ছত্রিশ হাজার মানুষ। করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন:হংকং ইস্যুতে কানাডাকে হুঁশিয়ারি চিনের, পাল্টা বিবৃতিতে কোণঠাসা জিনপিং

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version