Sunday, August 24, 2025

করোনা আবহে অঞ্জলি হবে ‘নিউ নরমাল’, বন্ধ সিঁদুরখেলা

Date:

Share post:

অষ্টমীতে কি অঞ্জলিও দিতে পারবো ?

ছোট-বড় সব ধরনের পুজো উদ্যোক্তারা গত দু’দিন ধরে এলাকার মানুষের এই প্রশ্নে নাজেহাল৷ উত্তর দিতে পারছেন না কেউই৷

হাইকোর্টের নির্দেশে দর্শনার্থীশূন্য মণ্ডপ। সারাদিনে সর্বোচ্চ ৬০ জন উদ্যোক্তা মণ্ডপে ঢুকতে পারবেন। ফলে পাড়ার লোকজন পাড়ার ঠাকুর যেমন দেখতে পারবেন না, তেমনই পারবেন না অঞ্জলি দিতে বা সিঁদুরখেলায় সামিল হতে৷

প্রথমে ভাবা হয়েছিলো, পর্যায়ক্রমে নির্দিষ্ট সংখ্যায় কয়েকজন বিধি মানা দূরত্বে দাঁড়িয়ে অঞ্জলি দিতে পারবেন৷ আদালতের আদেশে তাও করা যাবে না৷ তাহলে কি অঞ্জলিহীন এবারের পুজো ?

স্বাস্থ্যবিধি এবং আইন, সব বাঁচিয়ে এবার ভার্চুয়াল- অঞ্জলিতেই আস্থা রাখছেন বেশ কিছু পুজো কমিটি। কেউ ভাবছেন ফুল ছাড়াই অঞ্জলির কথা। অনেক উদ্যোক্তা বলছেন, আদালতের নির্দেশ অমান্য করবো না। কিন্তু পাড়ার লোক অঞ্জলি দিতে এলে তো ঘাড় ধাক্কা দেওয়া সম্ভব নয়!

আদালতের নির্দেশ মেনে মণ্ডপে ঢুকে মাত্র ৬০ জন মহিলার অঞ্জলির ব্যবস্থা করছে নাকতলা উদয়ন সংঘ। কিন্তু বাকিরা? পুজোকর্তারা বলেছেন, মণ্ডপে ঢুকে নয়, নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে অঞ্জলি দেবেন বাকিরা৷ ভার্চুয়াল অঞ্জলি হবে হরিদেবপুর ৪১ পল্লিতে। উদ্যোক্তারা বলেছেন, আদালতের নির্দেশ মানতে হবে, তাই এবার ‘অনলাইন- অঞ্জলি’। ফেসবুক লাইভ হবে৷ মাইকে মন্ত্র পাঠ চলবে৷ পাড়ার লোকজনের কাছে অনুরোধ, বাড়িতে বসেই হাতজোড় করে অঞ্জলি দিন৷ উত্তরের কাশী বোস লেনের কথায়, পাড়ার
প্রতি বাড়ি থেকে একজন করে মণ্ডপে অঞ্জলি দেবেন৷ দুটো এলইডি স্ক্রিন থাকছে। বাকিরা সেখানে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব রেখে অঞ্জলি দেবেন দফায় দফায়। ফুল মায়ের কাছে দেওয়া যাবে না। একটি পাত্রে রেখে দেওয়া হবে৷
বাগবাজার ফুল ছাড়াই অঞ্জলির ব্যবস্থা করছে। উদ্যোক্তারা বলেছেন, বিশাল প্রতিমা, বড় মাঠ। কোর্টের আদেশ মেনে মণ্ডপে না ঢুকেও অঞ্জলি দেওয়া যাবে। তবে, ফুল ছাড়া হাতজোড় করে হবে অঞ্জলি৷
এ বছর মণ্ডপে এলইডি স্ক্রিন লাগানোর ঢল নেমেছে ৷ এর ফলে বেড়েছে ভাড়াও। আগে একটা ছোট এলইডি স্ক্রিন ১৫-২০ হাজারে হয়ে যেত। এখন সেটাই ৪৫-৫০ হাজার।

আর সিঁদুর খেলা? ওটা তো দূরত্ব বজায় রেখে সম্ভব নয়! বিজয়া দশমীর দিন কী হবে ?

এবার মণ্ডপে বন্ধ সিঁদুর খেলা৷ বরণও হবে নামমাত্র৷ মণ্ডপে সিঁদুরমাখা মুখের ভিড়ের ছবিএবার দেখা যাবে না৷
বাগবাজার ঠিক করেছে, পুজো কমিটির কয়েকজন মহিলাই শুধু মায়ের বরণ করবেন। একই সিদ্ধান্ত নাকতলা উদয়ন সংঘ, মুদিয়ালি কিংবা কাশী বোস লেন, টালা পার্ক প্রত্যয় ম্যাডক্স স্কোয়ারের৷

আরও পড়ুন:ষষ্ঠীতে চমক: বারাসতের রায়চৌধুরী বাড়ির পুজো উদ্বোধনে মোদি

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...