মহাষষ্ঠীতে মা সারদা জনকল্যাণ-এর উদ্যোগে আদিবাসীদের বস্ত্র-বিতরণ

মা সারদা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মহাষষ্ঠীর সকালে কলকাতা পুরসভার ৫৮ নং ব্লকের ট্যাংরা মুন্ডাপাড়া’র মুণ্ডা, মাহালি, মাহাতো, কুড়মি পরিবারের মা-বোনদের দেওয়া হলো পুজোর নতুন শাড়ি। স্থানীয় আদিবাসী শান্তি সঙ্ঘের ছোট্ট দুর্গামণ্ডপ প্রাঙ্গনেই বিধি মেনে হয় এই অনুষ্ঠান৷ নতুন বস্ত্র তুলে দেন স্বামী সত্যদীপানন্দ মহারাজ এবং তনুশ্রী দাশগুপ্ত ৷ এই সঙ্কটকালে সকলকে সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বামী সত্যদীপানন্দ৷ তনুশ্রী দাশগুপ্ত বলেন, নিম্নবিত্ত এই পরিবারের প্রয়োজনের তুলনায় এটুকু সহযোগিতা কিছুই নয়। তবুও সাধ্য অনুসারে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে “মা সারদা জনকল্যাণ”। উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী নিতাই সরকার৷

আরও পড়ুন: ‘কলকাতাশ্রী ২০২০’ পুজো প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা প্রকাশ পুরসভার

Previous articleকেন কেন্দ্রীয় সরকারি চাকরিতে বাঙালিকে বঞ্চনা? বাংলা পক্ষ সময় চাইল রাজ্যপালের
Next articleউড়ানের মধ্যেই মৃত্যু করোনা সংক্রমিত মহিলার, যাত্রী নিরাপত্তা ঘিরে প্রশ্ন