Thursday, May 15, 2025

বিহার বিধানসভা ভোট নিয়ে কী বলছে সমীক্ষা রিপোর্ট?

Date:

Share post:

করোনা মহামারি পরিস্থিতিতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধ হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। এই ভোটে এখনও পর্যন্ত ক্ষমতাসীন বিজেপি-জেডিইউ জোট কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও রাজনৈতিক চোরাস্রোত যথেষ্ট আছে। একদিকে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এবং অন্যদিকে সদ্য এনডিএ-ত্যাগী চিরাগ পাসোয়ানের এলজেপি যে অনেক হিসেব এদিক ওদিক করে দিতে পারে তার ইঙ্গিত মিলেছে। এই প্রেক্ষাপটে টাইমস নাও-সি ভোটারের প্রাক নির্বাচনী সমীক্ষার ফলাফল সামনে এসেছে। এখনই যদি ভোট হয় তাহলে কী হতে পারে ফলাফল?

বিহারের সমীক্ষার ফলাফল বলছে, এখনই নির্বাচন হলে এনডিএ জোট (বিজেপি, জনতা দল ইউনাইটেড, হিন্দুস্তানি আওয়াম মোর্চা, বিকাশশীল ইনসান পার্টি) পাবে ৩৪.৪ শতাংশ ভোট। অন্যদিকে, মহাজোট (আরজেডি, কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল) ৩১.৮ শতাংশ ভোট পাবে। এছাড়া চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি ৫.২ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যান্যরা পেতে পারে ৪.৫ শতাংশ ভোট। বাকী ২৪.১ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা কাকে ভোট দেবেন এখনও তা ঠিক করে উঠতে পারেননি।

সমীক্ষা অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের পারফরম্যান্স প্রসঙ্গে ২৮.৭৭ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা অত্যন্ত সন্তুষ্ট। ২৯.২ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা সন্তুষ্ট। আর ৪১.২২ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা নীতীশ কুমারের সরকার পরিচালনা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। এর পাশাপাশি বিহারে সরকার পাল্টাতে চান কিনা, এই প্রসঙ্গে ৬১.১ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা সরকারের বদল চান। ২৫.২ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা বর্তমান সরকারের কাজে ক্ষুব্ধ হলেও সরকারের বদল চান না। অন্যদিকে ১৩.৭ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা কোনওভাবেই চান না সরকার বদলে যাক। গত এক বছরে বিহারবাসীর জীবনের কতটা মানোন্নয়ন হয়েছে, সেই প্রশ্নে ৪৬.৭৯ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদের জীবনের মান আরও খারাপ হয়েছে। ২৬.৫ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদের জীবনের মানোন্নয়ন হয়েছে। অন্যদিকে, ২৬.৩ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা আগেও যা ছিলেন এখনও তাই আছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পারফরম্যান্স সম্পর্কে ৪৭.৬ শতাংশ বিহারবাসী জানিয়েছেন, তাঁরা মোদির কাজে সন্তুষ্ট। ২৮.৪৫ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা মোটামুটি সন্তুষ্ট। অন্যদিকে, ২৪.২৯ শতাংশ মানুষ মোদির পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নন বলে জানিয়েছেন।

আরও পড়ুন:নীতিশের নির্বাচনী জনসভায় লালুর নামে জয়ধ্বনি! অস্বস্তিতে বিহারের মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...

৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

উদ্বোধনের মুহূর্ত থেকেই মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত সেজে উঠছে মুখ্যমন্ত্রীর(Chief Minister) নেতৃত্বে তৈরী দিঘার জগন্নাথ মন্দির(Digha...

কলকাতায় লুকিয়ে থাকলেও প্রতারণার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে ধৃত ৪

ডিজিটাল গ্রেফতারির(Digital Arrest) ভয় দেখিয়ে বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতি ছাড়াও বিভিন্ন ধরণের সাইবার প্রতারণা করে বহু মানুষের...