Friday, December 12, 2025

বিহার বিধানসভা ভোট নিয়ে কী বলছে সমীক্ষা রিপোর্ট?

Date:

Share post:

করোনা মহামারি পরিস্থিতিতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধ হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। এই ভোটে এখনও পর্যন্ত ক্ষমতাসীন বিজেপি-জেডিইউ জোট কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও রাজনৈতিক চোরাস্রোত যথেষ্ট আছে। একদিকে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এবং অন্যদিকে সদ্য এনডিএ-ত্যাগী চিরাগ পাসোয়ানের এলজেপি যে অনেক হিসেব এদিক ওদিক করে দিতে পারে তার ইঙ্গিত মিলেছে। এই প্রেক্ষাপটে টাইমস নাও-সি ভোটারের প্রাক নির্বাচনী সমীক্ষার ফলাফল সামনে এসেছে। এখনই যদি ভোট হয় তাহলে কী হতে পারে ফলাফল?

বিহারের সমীক্ষার ফলাফল বলছে, এখনই নির্বাচন হলে এনডিএ জোট (বিজেপি, জনতা দল ইউনাইটেড, হিন্দুস্তানি আওয়াম মোর্চা, বিকাশশীল ইনসান পার্টি) পাবে ৩৪.৪ শতাংশ ভোট। অন্যদিকে, মহাজোট (আরজেডি, কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল) ৩১.৮ শতাংশ ভোট পাবে। এছাড়া চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি ৫.২ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যান্যরা পেতে পারে ৪.৫ শতাংশ ভোট। বাকী ২৪.১ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা কাকে ভোট দেবেন এখনও তা ঠিক করে উঠতে পারেননি।

সমীক্ষা অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের পারফরম্যান্স প্রসঙ্গে ২৮.৭৭ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা অত্যন্ত সন্তুষ্ট। ২৯.২ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা সন্তুষ্ট। আর ৪১.২২ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা নীতীশ কুমারের সরকার পরিচালনা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। এর পাশাপাশি বিহারে সরকার পাল্টাতে চান কিনা, এই প্রসঙ্গে ৬১.১ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা সরকারের বদল চান। ২৫.২ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা বর্তমান সরকারের কাজে ক্ষুব্ধ হলেও সরকারের বদল চান না। অন্যদিকে ১৩.৭ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা কোনওভাবেই চান না সরকার বদলে যাক। গত এক বছরে বিহারবাসীর জীবনের কতটা মানোন্নয়ন হয়েছে, সেই প্রশ্নে ৪৬.৭৯ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদের জীবনের মান আরও খারাপ হয়েছে। ২৬.৫ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁদের জীবনের মানোন্নয়ন হয়েছে। অন্যদিকে, ২৬.৩ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা আগেও যা ছিলেন এখনও তাই আছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পারফরম্যান্স সম্পর্কে ৪৭.৬ শতাংশ বিহারবাসী জানিয়েছেন, তাঁরা মোদির কাজে সন্তুষ্ট। ২৮.৪৫ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা মোটামুটি সন্তুষ্ট। অন্যদিকে, ২৪.২৯ শতাংশ মানুষ মোদির পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নন বলে জানিয়েছেন।

আরও পড়ুন:নীতিশের নির্বাচনী জনসভায় লালুর নামে জয়ধ্বনি! অস্বস্তিতে বিহারের মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল...