Monday, December 29, 2025

পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার জীবন তুলে ধরা মণ্ডপে আসছেন ‘ত্রাতা’ সোনু সুদ

Date:

Share post:

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। দেশ এবং দেশের বাইরে আটকে পড়া বহু মানুষকে তিনি নিজের খরচে এবং নিজের উদ্যোগে বাড়ি ফিরিয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার এখনও নিরসন হয়নি। সোনু এখনও নানা সামাজিক কাজ করে চলেছেন। পড়ুয়াদের স্বপ্ন গড়ে দিচ্ছেন পড়াশুনার সুযোগ করে দিয়ে।

সেই সোনু সুদ এ বছর কলকাতার প্রফুল্লকাননের এক মণ্ডপে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দের মণ্ডপে এবার তুলে ধরা হয়েছে পরিযায়ী শ্রমিকদের লকডাউনের কাটান যন্ত্রণার জীবনের কাহিনী। একইসঙ্গে সোনু সুদকে সম্মান জানাতে প্রফুল্লকাননের থিম মেকার স্বপন চক্রবর্তী অভিনেতার একটি পূর্ণাবয়ব মূর্তি গড়েছেন। সেই খবরও পৌঁছে গিয়েছে সোনুর কাছে। তিনি নিজের ট্যুইটার এবং ফেসবুকে মণ্ডপের ছবি শেয়ার করেছেন। এ দিন কর্মকর্তাদের একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন অভিনেতা। কথাও বলেছেন প্রফুল্লকাননের কর্মকর্তাদের সঙ্গেও৷ এই পুজো কমিটির সম্পাদক রঞ্জিত চক্রবর্তী বলেছেন, “সোনু সুদ পরিযায়ী শ্রমিকদের কাছে ভগবানের দূত৷ তাই পরিযায়ীদের নিয়ে মণ্ডপ গড়া হবে, আর তাঁকে সম্মান জানান হবে না, এটা হতে পারে না। শিল্পী অভিনেতার মূর্তি গড়েছেন।” বুধবারই সোনু ফোন করেছিলেন ক্লাব কর্তাদের। রঞ্জিত চক্রবর্তী বলেন, “উনি আমাদের থিমের বিষয়ে জানতে পেরে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। আমরা আপ্লুত।”

জানা গিয়েছে, সোনু সিনেমার শুটিং-এ ব্যস্ত। তবে শুটিং শেষ হয়ে গেলে তিনি সোজা কলকাতায় এসে প্রফুল্লকাননের মণ্ডপে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন:ষষ্ঠীর সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টিতেই শুরু দেবীর বোধন

spot_img

Related articles

সোমে কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে, তুষারপাতে বর্ষবরণের সম্ভাবনা উত্তরে!

বছর শেষ হতে আর মাত্র দু দিন বাকি, কিন্তু শীতের ইনিংস এখনও বেশ কয়েকদিন চলবে। সোমবার সকালে কলকাতার...

কলকাতার গেস্ট হাউসে রক্তাক্ত মহিলা, কুপিয়ে খুনের চেষ্টা প্রেমিকের!

উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৩৮ বছর বয়সী মহিলার সঙ্গে বছর চল্লিশের প্রদীপ কুমার সেলভারাজের প্রেমের সম্পর্ক। রবিবাসরীয় দুপুরে...

আজ বিষ্ণুপুর বিধানসভায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবির পরিদর্শনে যাবেন অভিষেক

ডায়মন্ড হারবার লোকসভার সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডিসেম্বরের গোড়া থেকে 'সেবাশ্রয় ২' (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন তৃণমূল...

অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা

রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৫৮ জন যাত্রীবোঝাই ট্রেনে প্যান্ট্রি কারের ঠিক পাশেই দুটি কোচে...