ইছামতীতে এবার হবে না দুই বাংলার বিসর্জন

সেই চেনা ছবি এবার দেখা যাবেনা৷ বিসর্জনে এপার বাংলা-ওপার বাংলার মেলবন্ধনের দৃশ্য এ বছর কেড়ে নিলো করোনা৷

ইছামতীতে দুই বাংলার প্রতিমা বিসর্জন এবার হবে না। করোনা আবহে ইছামতী নদীতে প্রতিমা বিসর্জন বন্ধ থাকবে বলে জানিয়েছে টাকি পুরসভা। প্রতিবছর বিসর্জনকে মাঝে রেখে একদিনের জন্য দুই বাংলা এক হয়ে যায় নদীবক্ষে৷ দেশ- বিদেশ থেকে বহু পর্যটক ইছামতীর বিসর্জন দেখতে ভিড় করেন প্রতিবছর।
বিসর্জন দেখার পাশাপাশি সঙ্গে টাকি রাজবাড়ি, মাছরাঙা দ্বীপ, মিনি সুন্দরবনের মতো জায়গাগুলিও ঘুরে যান দেশ-বিদেশের পর্যটকরা। মাঝিরাও অপেক্ষা করেন পর্যটক এবং সাধারণ মানুষকে নৌকায় মাঝনদীতে নিয়ে গিয়ে সেই দৃশ্য দেখানোর জন্য৷

এসব এবার কিছুই হচ্ছে না। মানুষজনও আশাহত। মহামারি জনজীবনকে পঙ্গু করে দিয়েছে, তার প্রভাব এবার চলেছে বিজয়া দশমীর বিসর্জনেও৷ দুই বাংলার মিশে যাওয়ার ছবি এ বছর আর দেখা যাবে না৷ টাকি পুরসভার প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায় বলেছেন, সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এবার টাকির বিসর্জন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় প্রতিমা টাকি ঘাটে বিসর্জন হবে।

আরও পড়ুন:করোনা আবহে পুজো নিয়ে কী কথা লিখলেন শ্রীজাত?

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleষষ্ঠীতে চমক: বারাসতের রায়চৌধুরী বাড়ির পুজো উদ্বোধনে মোদি