Wednesday, November 5, 2025

করোনা ভ্যাকসিন পেতে প্রত্যেক ভারতবাসীর খরচ পড়বে ১৪৭ টাকা

Date:

Share post:

মারণ করোনাভাইরাস থেকে মুক্তির আপাতত একটাই পথ ‘ভ্যাকসিন’। আর সেই ভ্যাকসিনের খোঁজে দিনরাত এক করে ফেলছেন বিজ্ঞানীরা। বিশ্বের একাধিক দেশের ভ্যাকসিনের ট্রায়াল’ চলছে ভারতে। তবে ভ্যাকসিন এলেই তো হল না, ১৩০ কোটির দেশ ভারতে ভ্যাকসিন বন্টনের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। আগেভাগে প্রস্তুত না হলে মুখ থুবড়ে পড়বে গোটা পরিকল্পনা। ফলস্বরূপ দেশব্যাপী কীভাবে ভ্যাকসিন বন্টন করা হবে তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে সরকার। পরিকল্পনা চলছে করোনা ভ্যাকসিনের অগ্রাধিকার কারা পাবেন। এরই মাঝে সূত্র মারফত জানা গেল ভ্যাকসিনের জন্য ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে সরিয়ে রাখছে কেন্দ্রীয় সরকার।

যার অর্থ ভ্যাকসিন প্রস্তুত হয়ে গেলে ভারতবর্ষের ১৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে খরচ হবে ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৪৭ টাকা। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ সূত্রের খবর, এই অর্থমূল্য ধার্য করা হয়েছে চলতি অর্থবর্ষ অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত। সংবাদমাধ্যমের দাবি ৬ থেকে ৭ ডলার অর্থাৎ ১৪৭ টাকা খরচ করে মোট পাওয়া যাবে ভ্যাকসিনের দুটি ডোজ। অর্থাৎ ভর্তুকির অর্থ তুলে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন বন্টনের রূপরেখা তৈরি করতে।

আরও পড়ুন: লালু বেরোবেন ৯ নভেম্বর, পরদিন নীতীশের বিদায়, খোঁচা তেজস্বীর

প্রসঙ্গত, করোনা ভ্যাকসিন হাতে আসার পর তা বিনামূল্যে দেশের প্রতিটি মানুষের কাছে পৌছে দিতে সরকার একেবারে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই আবহে গত মঙ্গলবার নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভ্যাকসিন আবিষ্কারের জন্য রাত দিন এক করে কাজ করছেন দেশের বিজ্ঞানীরা। একই সঙ্গে যতদিন না ভ্যাকসিন আসছে ততদিন পর্যন্ত এই উৎসবের মরশুমে মানুষকে সচেতন থাকারও পরামর্শ দেন দেশের প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...