Friday, January 16, 2026

করোনা ভ্যাকসিন পেতে প্রত্যেক ভারতবাসীর খরচ পড়বে ১৪৭ টাকা

Date:

Share post:

মারণ করোনাভাইরাস থেকে মুক্তির আপাতত একটাই পথ ‘ভ্যাকসিন’। আর সেই ভ্যাকসিনের খোঁজে দিনরাত এক করে ফেলছেন বিজ্ঞানীরা। বিশ্বের একাধিক দেশের ভ্যাকসিনের ট্রায়াল’ চলছে ভারতে। তবে ভ্যাকসিন এলেই তো হল না, ১৩০ কোটির দেশ ভারতে ভ্যাকসিন বন্টনের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। আগেভাগে প্রস্তুত না হলে মুখ থুবড়ে পড়বে গোটা পরিকল্পনা। ফলস্বরূপ দেশব্যাপী কীভাবে ভ্যাকসিন বন্টন করা হবে তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে সরকার। পরিকল্পনা চলছে করোনা ভ্যাকসিনের অগ্রাধিকার কারা পাবেন। এরই মাঝে সূত্র মারফত জানা গেল ভ্যাকসিনের জন্য ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে সরিয়ে রাখছে কেন্দ্রীয় সরকার।

যার অর্থ ভ্যাকসিন প্রস্তুত হয়ে গেলে ভারতবর্ষের ১৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে খরচ হবে ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৪৭ টাকা। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ সূত্রের খবর, এই অর্থমূল্য ধার্য করা হয়েছে চলতি অর্থবর্ষ অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত। সংবাদমাধ্যমের দাবি ৬ থেকে ৭ ডলার অর্থাৎ ১৪৭ টাকা খরচ করে মোট পাওয়া যাবে ভ্যাকসিনের দুটি ডোজ। অর্থাৎ ভর্তুকির অর্থ তুলে রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন বন্টনের রূপরেখা তৈরি করতে।

আরও পড়ুন: লালু বেরোবেন ৯ নভেম্বর, পরদিন নীতীশের বিদায়, খোঁচা তেজস্বীর

প্রসঙ্গত, করোনা ভ্যাকসিন হাতে আসার পর তা বিনামূল্যে দেশের প্রতিটি মানুষের কাছে পৌছে দিতে সরকার একেবারে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই আবহে গত মঙ্গলবার নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভ্যাকসিন আবিষ্কারের জন্য রাত দিন এক করে কাজ করছেন দেশের বিজ্ঞানীরা। একই সঙ্গে যতদিন না ভ্যাকসিন আসছে ততদিন পর্যন্ত এই উৎসবের মরশুমে মানুষকে সচেতন থাকারও পরামর্শ দেন দেশের প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...

বেলডাঙায় আক্রান্ত সাংবাদিক সোমা: স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পাশে থাকার নির্দেশ অভিষেকের, নিন্দা-বিবৃতি প্রেস ক্লাবের

বেলডাঙায় (Beldanga) খবর সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার জি২৪ ঘণ্টা-র (Zee 24 Ghanta) সাংবাদিক সোমা মাইতি (Soma Maity)।...

স্মৃতিমেদুর ব্রাত্য-সুবোধ: বাংলা আকাদেমিতে প্রকাশিত নাট্যকার ও কবির তিন বই

সম্প্রতি নন্দন প্রাঙ্গনে শেষ হয়েছে লিটল ম্যাগাজিন মেলা। সামনেই অপেক্ষা করছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রযুক্তির উদ্ভাবন যে আজও...

সাতদিনেই কাজ: অভিষেকের প্রতিশ্রুতি মতো শালতোড়ায় পাথর খাদান খোলার প্রক্রিয়া শুরু

প্রতিশ্রুতি দিয়েছিলেন ১৮টি পাথর খাদান খোলার জন্য মুখ্যমন্ত্রী থেকে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সেগুলি খুলে ২৫...