করোনায় আক্রান্ত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

করোনায় আক্রান্ত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। এই প্রথম রাজ্য সরকারের শীর্ষস্তরে করোনা থাবা বসালো৷
৬১ বছরের অজিত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অধুনা এনসিপি-র শীর্ষনেতা শরদ পাওয়ারের ভাইপো।
মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় এখন অনেকটা কমেছে। মাসদুয়েক আগেও ওই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ১৩- ১৫ হাজার। সেপ্টেম্বরের শেষে ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছিল দৈনিক সংক্রমণ। এখন তা নেমে এসেছে দৈনিক ৬ থেকে ৭ হাজারে। উদ্ধব- অজিত নেতৃত্বের মহারাষ্ট্রে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে ১৬ লক্ষ মানুষ।

আরও পড়ুন-দুর্নীতির অভিযোগে ৩ বছরের জেল বিজেপি জমানার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

Previous articleদুর্নীতির অভিযোগে ৩ বছরের জেল বিজেপি জমানার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর
Next articleবিজয়া-দশেরার শুভেচ্ছাতেও একে অপরকে বিঁধলেন মোদি-সোনিয়া