ফরিদাবাদে কলেজের বাইরে ছাত্রী খুন, তদন্তে সিট

হরিয়ানায় ছাত্রী খুনের ঘটনার তদন্তে নামল সিট। সোমবার দিনের আলোয় রাস্তাতেই কলেজছাত্রীকে গুলি করে খুন করা হয়। হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়ের এই ঘটনায় ইতিমধ্যে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য সরকার ঘটনার তদন্তে সিটকে নিযুক্ত করেছে।

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, গত সোমবার পরীক্ষা দিয়ে বেরোচ্ছিলেন বছর ২১ এর ছাত্রী নিকিতা তোমার। তখনই গাড়ি থেকে নেমে দুই যুবক ওই ছাত্রীকে টানতে থাকে। কিন্তু গাড়িতে তুলতে না পেরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর।

পুলিশ সূত্রে খবর, একমাস আগে অভিযুক্তদের মধ্যে একজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন ওই ছাত্রী। ছাত্রী খুনের প্রতিবাদে মঙ্গলবার ফরিদাবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিন জানিয়েছেন, অভিযুক্ত তৌসিফ এবং রেহানকে গ্রেফতার করা হয়েছে। অনিল কুমারের নেতৃত্বে সিট এই ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার সিটের তদন্তকারীরা ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন-বেনজির ! দুর্নীতির অভিযোগে উত্তরাখণ্ডের বিজেপি- মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ

Previous articleবেনজির ! দুর্নীতির অভিযোগে উত্তরাখণ্ডের বিজেপি- মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ
Next articleউল্টোরথ ! রিয়ার FIR-এর জেরে এবার গ্রেফতারির মুখে সুশান্ত রাজপুতের দুই দিদি