কালীপুজোর আগেই বিখ্যাত চাম্পাহাটি থেকে উদ্ধার ৬ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি

প্রতি বছরই কালীপুজোর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চাম্পাহাটিতে রকমারি বাজির সমাহার হয়। দূরদূরান্ত থেকে মানুষ এসে চাম্পাহাটি থেকে আতস বাজি কিনে নিয়ে যান। এবার করোনা আবহের মধ্যেই এখন থেকে চাম্পাহাটির বাজির বাজার সরগরম।

কিন্তু প্রশাসন সদা সতর্ক। কালীপুজোর আগেই চাম্পাহাটি থেকে উদ্ধার প্রায় ৬ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি। গ্রেফতার তিন বাজি ব্যবসায়ী। কালীপুজোর আগে নিয়মমাফিক চাম্পাহাটি এলাকায় হানা দেয় বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হয় ১ লক্ষ ২২ হাজার ৫০০ পিস নিষিদ্ধ শব্দবাজি। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। বেআইনি বাজি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় তিন বাজি ব্যবসায়ীকে।

আরও পড়ুন- লক্ষ্মী পুজোয় বিজয়া বিজেপি দফতরে, মোদির নামাঙ্কিত স্পেশাল মিষ্টি বিলি