Tuesday, December 23, 2025

আগের চেয়ে সামান্য উন্নতি, তৃতীয় ডায়ালিসিস হলো না সৌমিত্র চট্টোপাধ্যায়ের

Date:

Share post:

আগের চেয়ে কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হলো অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। আজ, শুক্রবার দুপুরে মেডিক্যাল বুলেটিনে এমনই জানিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর।

সেখানে বলা হয়েছে, বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতিও হয়েছে। যদিও ৮৫ বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়কে এখনও ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তবে অক্সিজেন সাপোর্টের মাত্রা আগের চেয়ে অনেক কম।

অন্যদিকে, অভিনেতার রক্তে অক্সিজেনের মাত্রা এখন ৯৭ থেকে ৯৮ শতাংশ। এছাড়া ইউরিয়া, ক্রিয়েটিনিনও নিয়ন্ত্রণে। পর্যাপ্ত পরিমাণ মুত্রত্যাগ করেছেন তিনি। ফলে এদিন তৃতীয় দফার ডায়ালিসিস করা হচ্ছে না। ডায়ালিসিস ছাড়া সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা কী থাকে তা দেখে নিতে চাইছেন চিকিৎসকরা। তবে হিমোগ্লোবিনের মাত্রা এখনও কম থাকায় দু’ইউনিট রক্ত দেওয়া হচ্ছে। অন্যদিকে, প্লেটলেটের মাত্রা স্বাভাবিক থাকায় কিছুটা স্বস্তিতে চিকিৎসকরা।

বুলেটিনে আরও জানানো হয়েছে, নতুন করে জ্বর না আসা এবং শারীরিক অবস্থার অবনতি না হওয়ায় অ্যান্টিবায়োটিকগুলি কাজ করছে বলে মত চিকিৎসকদের। তবে এখনও তন্দ্রা আচ্ছন্নই রয়েছেন সৌমিত্র। এদিন সকালে চোখ খুললেও সচেতন ভাবে কাউকে চিনতে পারছেন না।

আরও পড়ুন- ঘরের মেয়ে লক্ষ্মী, দেবাশিস কন্যার পুজোর প্রসাদে এবার কোল ড্রিংক্স-চিপস

যদিও চিকিৎসকরা এই মুহূর্তে অন্য সমস্যাগুলিতেই বেশি নজর দিতে চান। শারীরিক অবস্থার উন্নতি হলে ফের স্নায়বিক সমস্যাগুলির দিকে বাড়তি নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থকার ধকল সৌমিত্রবাবুর শরীরে পড়ছে।

spot_img

Related articles

বিপাকে গেরুয়া রাজ্যের পুলিশ! থানায় ঢুকে চিৎকার ‘মৃত’ যুবকের 

মৃত বলে নথিভুক্ত হওয়ার প্রায় দেড় মাস পর থানায় ঢুকে চেয়ার টেনে বসে পড়লেন এক যুবক। পুলিশের উদ্দেশে...

ধর্ষককে জেলমুক্তি! উন্নাও ধর্ষণে ফের জামিনে ‘পুরষ্কৃত’ বিজেপি নেতা

বাংলায় একটি নারী নির্যাতনের ঘটনা হলে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়। এমনকি...

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না মাধবনের নাম, ছবি: দিল্লি হাইকোর্ট 

সেলিব্রিটিদের নাম, ছবি, কন্ঠস্বর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনা অনুমতিতেই ব্যবহার করা...

বাংলাদেশ উপ দূতাবাসের সামনে বিক্ষোভ! বিজেপির চক্রান্ত-নাটক যুক্তি দিয়ে ওড়াল তৃণমূল

প্রতিবেশী বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের সামনে মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ...