নদিয়ায় তৃণমূলের মূল কমিটি থেকে বাদ শঙ্কর সিং

ভোটের ৬মাস আগে পাল্টে গেল নদিয়ে জেলার তৃণমূল কংগ্রেসের রূপরেখা। লক্ষ্যণীয় হলো, কমিটিতে জায়গা হয়নি শঙ্কর সিং এবং গৌরীশঙ্কর দত্তর।

আরও পড়ুন : ঘুরে বেড়ানো আর সাংবাদিক বৈঠক করা রাজ্যপালের কাজ নয়, কটাক্ষ সুজনের

২০২১-এর ভোটের আগে তৃণমূল কংগ্রেস জেলা কমিটি ঢেলে সাজাচ্ছে। নতুন-পুরনোদের সংমিশ্রণে তৈরি হয়েছে নদিয়া জেলা কমিটি। জেলা কমিটির সভানেত্রী সাংসদ মহুয়া মৈত্র। অন্যদিকে চেয়ারম্যান উজ্জ্বল বিশ্বাস। অসুস্থ শঙ্কর সিং। ফলে তাঁর পক্ষে জেলা চালানোর ধকল নেওয়া সম্ভব হবে না জেনেই তাঁকে কমিটি থেকে সরিয়ে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। অন্যদিকে তাঁকে জেলার ভাইস প্রেসিডেন্টও করা সম্ভব নয়। তবে গৌরীশঙ্কর দত্তর বাদ পড়া নিয়ে তৃণমূল মহলেই নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে। জেলা নেতারা অবশ্য এই রদবদলে সন্তুষ্ট বলেই জানা গিয়েছে।

Previous articleমাতৃত্বকালীন অবসর কাটিয়ে এবার কি নতুন ভূমিকায় শুভশ্রী?
Next article‘স্বভাব যায় না মরলে’, পদ্মে নয়, হাত চিহ্নেই ভোট চাইলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া