বাংলা ছুঁয়ে বিহার যাবেন মোদি, রাহুল

শিলিগুড়ি হয়ে বিহারে ভোটের প্রচারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১০ টায় বাগডোগরায় বিশেষ বিমানে নেমে কপ্টারে বিহারে যাবেন মোদি। বিকেলে তিনি ফের বাগডোগরা হয়ে দিল্লি ফিরবেন। সুযোগ পেলে বিজেপির দার্জিলিং জেলার নেতা ও জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেবেন। তাতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির আর্জি জানাতে পারেন বলে বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুন: ৫০% যাত্রী নিয়ে চলতে পারে ট্রেন, ফের ‘লোকাল’ বৈঠক ৫ তারিখ: মুখ্যসচিব

এদিনই রাহুল গান্ধী বাগডোগরায় নেমে বিহারে প্রচারে যাতায়াতে ফাঁকে শিলিগুড়ির কাছে নিউচামটায় একটি টি রিসর্টে থাকবেন।