বিধানসভা ভোটের ডঙ্কা বাজিয়ে ৯ নভেম্বর সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন

বিহার ভোটের মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ডঙ্কা বেজে গেলো। ডঙ্কা বাজালো নির্বাচন কমিশন। কার্যত ভোট প্রস্তুতি শুরু রাজ্যে। করোনা আবহেও নির্ধারিত সময়েই হবে নির্বাচন। এটা মোটামুটি নিশ্চিত। আর সেই লক্ষ্যেই আগামী ৯ নভেম্বর দুপুর দু’‌টোয় সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

জানা গিয়েছে, মহামারি নিয়ম–বিধি মেনে যাতে রাজ্যে ভোট করা সম্ভব হয়, সে বিষয়ে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির মতামত জানতে চাইবে নির্বাচন কমিশন।

সূত্রের খবর, ভোটার তালিকায় নাম তোলার কাজ নভেম্বরের শেষে শুরু হতে পারে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পাশাপাশি বিশেষ সংশোধনীর কাজ গোটা ডিসেম্বর জুড়ে চলবে।

আরও পড়ুন:১১ বছর পর চালু হলেও যাত্রীর অভাবে বন্ধের পথে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা

২০২১ সালের ২১ মে’র মধ্যেই নতুন সরকার গড়া হবে, এই লক্ষ্য নিয়ে এগোতে হলে ভোটার তালিকায় নাম তোলা থেকে নাম বাদ দেওয়া, আবেদন গ্রহণ ইত্যাদি যাবতীয় কাজ জানুয়ারির মধ্যে শেষ করে ফেলা জরুরি। ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন।

Previous articleবাংলা ছুঁয়ে বিহার যাবেন মোদি, রাহুল
Next articleরক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা গেলেও সঙ্কটমুক্ত নন সৌমিত্র