পিসিএল খেলতে পাকিস্তান যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ

খায়রুল আলম , ঢাকা

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলবেন।
যদিও পিএসএল থেকে এসে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন দুজনই। মঙ্গলবার  বিসিবির পক্ষ থেকে দুজনকেই ছাড়পত্র  দেওয়া হয়েছে ।
বাাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আকরাম খান, বলেন ‘  পিএসএল খেলে এসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলতে পারবে দুজনেই ।’
লাহোর কালান্দার্স তাদের নিয়মিত ওপেনার ক্রিস লিনকে প্লে-অফের ম্যাচে পাচ্ছে না। এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের জায়গায় খেলবেন তামিম।  মুলতান সুলতানের হয়ে খেলাার    সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ।

১৪ নভেম্বর মাহমুদউল্লাহর মুলতান সুলতান প্রথম কোয়ালিফায়ারে খেলবে করাচি কিংসের বিপক্ষে। একই দিন প্রথম এলিমিনেটর ম্যাচে লড়বে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ হবে ১৫ নভেম্বর। এক দিন বিরতির পর ১৭ নভেম্বর হবে পিএসএলের ফাইনাল। সবগুলি  ম্যাচ হবে করাচিতে।
তামিম-মাহমুদউল্লাহর মতো বদলি হিসেবে পিএসএল প্লে-অফ খেলবেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিও।
ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ড সফর থাকায় কাইরন পোলার্ড খেলতে পারছেন না পেশোয়ার জালমির হয়ে। তার জায়গায় খেলবেন ডু প্লেসি,
করোনার কারণে বছরের শুরুতে টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে স্থগিত হয় পিএসএল। লিগ পর্বের খেলা শেষে বাকি ছিল শুধুই প্লে-অফের লড়াই।

বিষয়টি  নিয়ে বোর্ড ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে কয়েক দফা বৈঠক হয়। অবশেষে স্থগিত হওয়া পিএসএল মাঠে গড়াচ্ছে। মাঠের লড়াইয়ের মাধ্যমেই নির্ধারণ হবে পিএসএল শিরোপা কার ঘরে যাবে।