মার্কিন প্রেসিডেন্ট: ইলেক্টোরাল কলেজে এগিয়ে বাইডেন, পপুলার ভোটে ট্রাম্প

আগামী ৪ বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পই হোয়াইট হাউসে থাকবেন নাকি জো বাইডেন হতে চলেছেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট, তা জানা যাবে বুধবার দুপুরের মধ্যেই৷

◾ইলেক্টোরাল কলেজে বা মোট নির্বাচকমণ্ডলী-র মোট ভোটের সংখ্যা ৫৩৮ এবং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ভোট পেতে হবে।

◾অন্যান্য ভোটের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে জনগণের ভোট বা ‘পপুলার ভোট’ বেশি পাওয়ার দরকার হয় না।

◾প্রেসিডেন্ট পদপ্রার্থীরা ‘ইলেক্টোরাল কলেজ’-এ বেশি ভোট পাওয়াই গুরুত্বপূর্ণ ৷ সেদিকেই সবাই তাকিয়ে থাকেন।

◾মনে রাখতে হবে, ২০১৬-র নির্বাচনে সাধারণ জনগণের ভোট বা ‘পপুলার ভোট’ অনেক কম পেয়েও ডোনাল্ড ট্রাম্প ইলেক্টোরাল কলেজের ভোটে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

◾শেষ খবর, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ১৩১টি ইলেক্টোরাল ভোট।

◾অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৯৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন

◾’পপুলার ভোটে’ এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ভোট পেয়েছেন ২ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ২৭২টি ভোট।

◾বাইডেনকে ভোট দিয়েছেন ২ কোটি ৪৯ লাখ ৫৬ হাজার ৩১২ জন ভোটার৷

◾আগের সব নির্বাচনের তুলনায় এ বার করোনা- কারনে বেশির ভাগ মানুষ পোস্টাল ভোট দিয়েছেন।

◾পোস্টাল ভোট গণনাতে বেশি সময় লাগতে পারে।

আরও পড়ুন:মার্কিনমুলুকে ভোট: ট্রাম্প জয়ী ১৪টি রাজ্যে, বিডেন ১৩টি

◾পোস্টাল ভোট বেশি থাকার কারনে প্রাথমিক ফলাফলে একজন প্রার্থী এগিয়ে থাকলেও পরে তা বদলে যেতে পারে।

Previous articleBreaking: রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীকে বাড়ি থেকে আটক করল মুম্বই পুলিশ
Next articleআত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার সাংবাদিক অর্ণব গোস্বামী