জয়ের দোরগোড়ায় ডেমোক্র্যাট বাইডেন, ফের কোর্টের হুমকি ট্রাম্পের

বাইডেনের ৪৬-তম মার্কিন প্রেসিডেন্ট হওয়া স্রেফ সময়ের অপেক্ষা ৷ ইলেক্টোরাল কলেজ ভোট এবং পপুলার ভোট, দু’টি ক্ষেত্রেই ট্রাম্পের থেকে অনেক এগিয়ে বাইডেন৷

◾এখন পর্যন্ত পাওয়া ফল বলছে, এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হয়ে উঠছে অ্যারিজোনা, জর্জিয়া, উইসকনসিন এবং পেনসিলভিনিয়া৷ এই মুহুর্তে জোর লড়াই চলছে বাইডেন ও ট্রাম্পের মধ্যে৷

আরও পড়ুন : মার্কিন প্রেসিডেন্টের চেয়ার থেকে মাত্র ৬ ভোট দূরে বাইডেন, পিছিয়ে পড়ছেন ট্রাম্প

◾ ট্রাম্প পিছিয়ে পড়তেই আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে দু’ধরনের দাবিই করা হচ্ছে৷ কেউ দাবি করছে ভোট গণনা চালিয়ে যাবার। কোন বিক্ষোভে দাবি করা হচ্ছে গণনা বন্ধ করার।

◾জো বাইডেন বলেছেন, এটা পরিস্কার যে তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় রাজ্যগুলোতে জয় পাচ্ছেন। ‘যখন গণনা শেষ হবে তখন আমরা বিশ্বাস করি আমরাই জয়ী হব’, বলেছেন বাইডেন।

◾এদিকে ডোনাল্ড ট্রাম্প ফের প্রতারণার অভিযোগ এনেছেন৷ যদিও তিনি কোনও প্রমাণ দেননি৷ ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন “আমি সুপ্রিম কোর্টে যাবো”।

◾পেনসিলভানিয়া, উইসকনসিন, জর্জিয়া এবং মিশিগানে ভোট গণনা বন্ধ করার জন্য আইনের আশ্রয় নিয়েছে ট্রাম্প- শিবির।

◾বাইডেন- শিবির বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ‘আপত্তিকর’৷গণনা বন্ধ হবে না৷

Previous articleশুভেন্দুর সমর্থনে শিলিগুড়িতে একাধিক নীল-সাদা ফ্লেক্স, সৌজন্যে `গর্বিত দাদার অনুগামী`রা
Next articleঅমিত সফরের পরই বাঁকুড়ায় যাবেন শুভেন্দু! কী বার্তা দেবেন, তাকিয়ে রাজনৈতিক মহল