করোনায় আক্রান্ত অভিনেতা চিরঞ্জীবী হোম কোয়ারেন্টাইনে

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেতা চিরঞ্জীবী। নতুন ছবির শ্যুটিং শুরু করার আগে নিয়ম মেনে কোভিড পরীক্ষা করিয়েছিলেন তিনি। সোমবার সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে বাড়িতেই কোয়রান্টিনে রয়েছেন তিনি।
করোনায় আক্রান্ত হয়েছেন বলে এ দিন সকালে নিজেই টুইটারে জানান চিরঞ্জীবী। বিবৃতি প্রকাশ করে লেখেন, ‘আচার্য্য-র শ্যুটিংয়ের আগে কোভিড টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ বেরিয়েছে। কোনও উপসর্গ নেই আমার। এই মুহূর্তে বাড়িতেই কোয়রান্টিনে রয়েছি’।
একইসঙ্গে গত পাঁচদিনে তাঁর সঙ্গে যাঁরা দেখা করেছেন, তাঁদেরও করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বলেছেন, ‘গত পাঁচদিনে যাঁরা আমার সঙ্গে দেখা করেছিলেন, তাঁদেরও কোভিড টেস্ট করিয়ে নেওয়ার আর্জি জানাচ্ছি। সুস্থতা নিয়ে শীঘ্রই আপনাদের সাম্প্রতিক তথ্য দেব।’
গত সপ্তাহেই শনিবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেছিলেন চিরঞ্জীবী। তাঁর সঙ্গে ছিলেন আরও এক দক্ষিণী তারকা নাগার্জুন। তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করেছিলেন তাঁরা। করোনাভাইরাসের জন্য রাজ্যের সিনেমা সংক্রান্ত ব্যবসা যেভাবে ধাক্কা খেয়েছে, তা আবারও স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আসার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছিল। হায়দরাবাদের বাইরে একটি নয়া ফিল্ম সিটি তৈরি নিয়ে সরকারের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা নিয়েও কথাবার্তা বলেছিলেন চিরঞ্জীবী এবং নাগার্জুন।
সেই সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। কিন্তু কেউ মাস্ক পরেছিলেন না। বৈঠকে ছিলেন মুখ্যসচিব সোমেশ কুমার-সহ একাধিক প্রশাসনিক উচ্চপদস্থ কর্তা। রাম চরণের সঙ্গেও দেখা করেছিলেন নাগার্জুন। তাতেও কেউ মাস্ক পরেছিলেন না।

Previous articleকোভিড পজিটিভ গরু পাচার চক্রের এনামুল, ১৪ দিন পর হাজিরার নির্দেশ সিবিআইয়ের
Next articleতৃতীয় দফার ট্রায়ালে করোনা প্রতিরোধে ৯০ শতাংশ সফল ভ্যাকসিন, ঘোষণা পিফাইজার-বায়োএনটেকের