বিহারে নজরকাড়া বাম, ২৯ আসনে লড়াইয়ে নেমে ২০ টিতে জয়ের পথে লাল শিবির

২৪৩ আসনের বিহার বিধানসভায় মহাজোটের সঙ্গী হয়ে বামেদের কপালে জুটেছিল মাত্র ২৯ টি আসনে লড়াইয়ের সুযোগ। আর সেখানেই স্লগ ওভারে দুরন্ত ব্যাটিং করল লাল শিবির। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী ওই ২৯ টি আসনের মধ্যে তাবড় তাবড় প্রতিদ্বন্দ্বীকে টক্কর করে দিয়ে ২০ টি আসনে জয়ের পথে রয়েছে বামেরা। সাম্প্রতিক পরিস্থিতির বিচারে বামেদের জন্য এই ফল নিশ্চিতভাবেই আশাব্যঞ্জক।

২০২০ বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আরজেডির সঙ্গে এবার মহাজোটে অংশ নিয়েছিল বাম শিবিরের তিনটি দল সিপিআইএম, সিপিআই ও সিপিআইএমএল। আসন ভাগাভাগির সময় এই তিন দলের মধ্যে সিপিআইএমএল পেয়েছিল ১৯ টি আসনে লড়াইয়ের সুযোগ। পাশাপাশি সিপিআই ৬টি এবং সিপিআইএম ৪ করে আসনে। সেখানেই এবার অপ্রত্যাশিত ফল করল বামেরা। নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, ২৯ টি আসনের মধ্যে বিজেপি, জেডিইউ ও এলজেপির মত দলগুলিকে টক্কর দিয়ে ১৪ টি আসনে এগিয়ে রয়েছে সিপিআইএমএল। পাশাপাশি যথাক্রমে ৩টি করে আসনে এগিয়ে রয়েছে সিপিআই ও সিপিআইএম। অর্থাৎ তুলনামূলক ভাবে মহাজোটের সমীকরণ দেখলে এটা স্পষ্ট যে বাকিদের তুলনায় বিহার নির্বাচনে অনেক বেশি সাফল্যের অংশীদার বামেরা। অন্যদিকে তথ্য অনুযায়ী, ১৪৪ টি আসনে লড়াইয়ে নেমে মহাজোটের মূল দল আরজেডি বর্তমানে এগিয়ে রয়েছে ৩৯ টি আসনে ২টিতে ইতিমধ্যেই জয় হাসিল করেছে। অন্যদিকে, ৭০ টি আসনের লড়াইয়ে নেমে কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ১৯ টিতে।

Previous articleইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল মেদিনীপুরের বিস্ময় শিশু অদ্রীশ পালের
Next articleকেন সভা করতে হলো, তার ব্যাখ্যা দিলেন দোলা-পূর্ণেন্দু