ডালভাত না বিরিয়ানি !

দুই নারী আর এক পুরুষের গল্প। আসলে সমাজের গল্প। যেখানে বিরিয়ানি নয়, মানুষের জীবন ধারনের জন্য ডাল ভাতটাই আবশ্যিক। বিরিয়ানিটা লাক্সারি।

আরও পড়ুন : সফল সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্রাকিওস্টোমি, ভেন্টিলেশন সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা
ক্রীড়া সাংবাদিক দুলাল দে’র পরিচালনায়, শর্ট ফিল্ম “ডালভাত” আসছে “আড্ডা টাইমস”এ। ২০ নভেম্বর থেকে শুরু হবে দেখানো।


সৃজিৎ মুখার্জির ‘ফেলুদা ফেরত’ -এর ট্রেলার আড্ডা টাইমস-এ প্রকাশ হবে ১৬ নভেম্বর। যা নিয়ে উত্তেজনা তুঙ্গে। আর তারপরেই দুলাল দে’র ‘ডালভাত।’ যেখানে অভিনয় করেছেন, বিশ্বজিৎ দাস, স্বাগতা চক্রবর্তী এবং পিয়ালী দত্ত।
আসলে নতুন নতুন কনটেন্ট নিয়ে এখন ভাবনা চিন্তা শুরু করেছে আড্ডা টাইমস। ডালভাতের গল্প ত্রিকোণ সম্পর্কের গল্প।