একটানা ৪০ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

একটানা ৪০ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম। দেশের বাজারে ডিজেলের দাম শেষবার ২ অক্টোবর কম করা হয়েছিল৷ এরপর থেকে ডিজেলের দাম স্থির রয়েছে। পেট্রোলের দামে বদল শেষ বার ২২ সেপ্টেম্বর হয়েছিল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে এদিন ১ লিটার পেট্রোলের দাম ৮১.০৬ টাকা৷

বৃহস্পতিবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮২.৫৯ টাকা৷ ডিজেলের দাম ৭৩.৯৯ টাকা৷ দিল্লিতে পেট্রোলের দাম ৮১.০৬ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭০.৪৬ টাকা প্রতি লিটারে ৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৭.৭৪ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭৬.৮৬ টাকা৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৪.১৪ টাকা৷ ডিজেলের দাম ৭৫.৯৫ টাকা।

আরও পড়ুন : শেয়ারবাজারে ব্যাপক গতি! টানা আটদিন সেনসেক্স বাড়ল ৪০০০ পয়েন্ট

একটানা এতদিন কেন অপরিবর্তিত দাম? জানা গেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ দিন রিকোভার করার পর ফের পড়তে শুরু করেছে৷ এর পাশাপাশি বেশ কিছু দেশে ফের লকডাউন জারি করায় ডিমান্ড ফের কমে গিয়েছে। সেই কারণেই দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে৷ যদিও সূত্রের খবর, উৎসবের মরসুম পেরোলে, পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র।

জানা যাচ্ছে, পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৬ টাকা অবধি এই শুল্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য চলতি বছরে লকডাউনের মধ্যেও পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। এরমধ্যে আবারও দাম বাড়তে পারে। উল্লেখ্য, ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে। রিপোর্ট বলছে পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা। বর্তমানে প্রতি লিটার পেট্রোলে সরকারের শুল্ক ৩১.৮৩ টাকা। ২০১৪ সালের মে মাসে এই শুল্ক ছিল মাত্র ৯.৪৮ টাকা। ৬ বছরে তা বেড়ে গিয়েছে প্রায় ২২ টাকা।

আরও পড়ুন : দীপাবলির আগে ফের শহরে অগ্নিকাণ্ড, কালীঘাটে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার

স্থানীয় ট্যাক্সের কারণে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয়। রাষ্ট্রায়িত তেল বিপণন সংস্থাগুলি যেমন – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনেরই বেশিরভাগ জ্বালানী স্টেশন রয়েছে দেশজুড়ে। তাই তাদের দাম অনুযায়ীই, প্রতিদিনের ভিত্তিতে জ্বালানির হার পর্যালোচনা করা হয়।

Previous articleদীপাবলির আগে ফের শহরে অগ্নিকাণ্ড, কালীঘাটে আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার
Next articleহেরে গিয়েছেন কমল নাথ, পরাজিত হয়েও খুশি বিজেপি নেত্রী