নীতীশকে দুই উপমুখ্যমন্ত্রী দিয়ে ‘ঘিরছে’ বিজেপি! সুশীল মোদি এবার কেন্দ্রে !

এবার সম্ভবত বিহারেও বিজেপি’র উত্তরপ্রদেশ মডেল !

বিজেপির আনুষ্ঠানিক সিলমোহরের পর নীতীশ কুমার রেকর্ড গড়ে চতুর্থবারের জন্য সোমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন৷ তবে শোনা যাচ্ছে, JDU-র নীতীশকে ফের বিহারের মুখ্যমন্ত্রীর গদি বসালেও, এবার বিজেপি তাঁকে ‘ঘিরে ফেলছে’ দু’জন উপ-মুখ্যমন্ত্রী দিয়ে৷ এই দু’জনই বিজেপির৷ শপথ নেওয়ার আগেই নীতীশ সম্ভবত টের পাচ্ছেন, এবারের সিংহাসনে কাঁটা লুকিয়ে থাকতে পারে৷

ওদিকে, বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি সোমবারই ওই পদ থেকে ইস্তফা দিচ্ছেন৷ জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন তিনি৷

সূত্রের খবর, বিজেপি বিধায়ক তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী না’কি রাজ্যের নতুন দুই উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন৷

রবিবার NDA পরিষদীয় দল পাটনায় নীতীশ কুমারের বাসভবনে এক বৈঠকে বসে৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই সর্বসম্মতিক্রমে বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন নীতীশ কুমার৷

রাজ্যপাল ফাগু চৌহানের সাথে দেখা করে এদিনই নীতীশ কুমার বিহারে NDA সরকার গঠনের দাবি জানিয়েছেন৷ রাজভবন থেকে বেরিয়ে নীতীশ জানান, “আগামীকাল, সোমবার, বিকেল সাড়ে চারটে নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন- চলচ্চিত্র জগৎ চিরকাল তাঁর ঋণ স্বীকার করবে: বুদ্ধদেব

Previous article২০১১ সালের পরেও বদলাননি, কুণাল ঘোষের কলম
Next articleস্মরণে-শ্রদ্ধায়-চোখের জলে শেষবিদায় কিংবদন্তিকে