শক্তির দ্বারা করোনা বধ: টালিগঞ্জে কোভিড বিধি মেনে কালীর আরাধনা

শক্তির দ্বারা করোনা বধ। করোনা আবহে এই থিমকে মাথায় নিয়েই কালীপুজোর আয়োজন করল টালিগঞ্জ কল্যাণ সঙ্ঘ। প্রকৃতিই যেমন করোনা এনেছিল, তেমন প্রকৃতিই করোনার বিনাশ করবে। শক্তির দ্বারা করোনা বধ হবে এমনটাই বিশ্বাস উদ্যোক্তাদের।


উদ্যোক্তাদের কথায়, মা কালীর শক্তিতেই নির্মূল হবে করোনা। তাই এবছর কালীপুজোয় সব ধরনের কোভিড বিধি মানা হয়েছে। প্রত্যেক দর্শনার্থীকে স্যানিটাইজার, মাস্ক দেওয়া হয়। সব ধরনের দূরত্ব মেনে বসার ব্যবস্থা করা হয়। চলতি বছর করোনা আবহে স্থানীয়দের থেকে চাঁদা নেয়নি। তার বদলে গরিব দুঃস্থদের ভোগ বিতরণ করেছেন উদ্যোক্তারা

আরও পড়ুন:প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করলেন বাংলার জামাই অমিতাভ