জ্যোতিপ্রিয়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ

জ্যোতিপ্রিয়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ

জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের… যে কেন্দ্রে দাঁড়াবেন সেই কেন্দ্রে হারিয়ে দেব। পাল্টা বালুদার জবাব, পাগলের প্রলাপ।

সোমবার বারাসতের কলোনি মোড়ে ছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘চায়ে পে চর্চা’। জনসংযোগের মাধ্যম। ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে। মন্ত্রী জ্যোতিপ্রিয় উদ্ধত এ কথা মনে করিয়ে দিয়ে দিলীপ বলেন, জ্যোতিপ্রিয় আপনি বলুন কোথায় দাঁড়াবেন। যে কেন্দ্রে দাঁড়াবেন সেই কেন্দ্রে গিয়ে হারাব। আপনাকে মানুষ চায় না। এমনকী কাটমানি ইস্যুতেও বালুদাকে আক্রমণ করতে ছাড়েননি। দিলীপ বলেন, বাংলায় গুজরাতের মতো উন্নয়ন হবে। পাল্টা খাদ্যমন্ত্রীর জবাব, পাগলের প্রলাপ, সংগঠন নেই, অথচ তৃণমূলকে হারানোর স্বপ্ন দেখছে। আসলে রাজ্যে অশান্তি তৈরি করতে চাইছে, অস্ত্র আমদানি করছে। আর গুজরাত বা উত্তরপ্রদেশ মডেল এখানে চলবে না। ভোটের ফল বেরলেই বুঝতে পারবে।

আরও পড়ুন-ছাদ ঢালাই সম্পন্ন, দ্রুততার সঙ্গে চলছে বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ

Previous article‘স্পুটনিক ভি’ পরীক্ষা দেশে! দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের জন্য প্রস্তুত হচ্ছে কানপুর
Next articleসিঙ্গুরে ভাইফোঁটায় হিট ‘সীতাফল কাপ্পা’