Thursday, August 21, 2025

দুই বিধায়কের গোলমাল থামাতে এবার ভোটের প্রস্তাব নীচুতলার কর্মীদের

Date:

Share post:

দুই নেতা তথা বিধায়কের গোলমালে অতিষ্ঠ দলীয় কর্মীরা। এই পরিস্থিতিতে ভোটাভুটি করে সিঙ্গুরে ব্লক সভাপতি নির্বাচনের দাবি উঠল তৃণমূলের অন্দরে। কারণ, ব্লক সভাপতি পদ নিয়ে তৃণমূলের দুই বিধায়কের কোন্দল থামার কোনও লক্ষণ এখনও দেখা যায়নি। সিঙ্গুরের তৃণমূল ব্লক সভাপতি মহাদেব দাসকে সরিয়ে দেওয়া দেওয়ার পরে শাসকদল কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে। সিদ্ধান্তের বিরোধিতা করে দলত্যাগের হুমকি দিয়েছেন বর্ষীয়ান নেতা সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

এদিকে, মহাদেবকে যাতে ফিরিয়ে আনা না হয়, তার জন্য হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার গোষ্ঠী দলের উপরে চাপ করছে বলে তৃণমূল সূত্রে খবর। এই পরিস্থিতিতে বিভ্রান্ত নীচুতলার কর্মীরা।

সিঙ্গুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুধকুমার ধাড়ার অভিযোগ, দলের সাংগঠনিক কাজ আটকে রয়েছে। দুই বিধায়ক এবং সিঙ্গুর থেকে নির্বাচিত জেলা পরিষদের তিন সদস্য ও পঞ্চায়েত প্রধানদের নিয়ে দ্রুত বৈঠক ডাকা উচিত বলে মত তাঁর। আলোচনায় সমাধান না হলে, ভোটাভুটি করা হোক। ভোটের রায় যাঁর পক্ষে যাবে, তিনিই ব্লক সভাপতি হবেন।

তবে এই প্রস্তাব মাস্টারমশাই রাজি হবে কি না, তা নিয়ে ধন্ধ রয়েছে। কারণ, সিঙ্গুর পঞ্চায়েত সমিতির অধীনে থাকা বেশির ভাগ পঞ্চায়েতের প্রধানই বেচারামের অনুগামী। এমনকী, যিনি এই ভোটের প্রস্তাব দিয়েছেন, সেই দুধকুমার নিজেও ‘বেচারামের লোক’ বলে তৃণমূলে পরিচিত।

আরও পড়ুন:কোচবিহার তৃণমূলে ভাঙনের ইঙ্গিত দিলেন বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া

রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, হরিপালের বিধায়ক যদি সেখানকার ব্লক সভাপতি ঠিক করতে পারেন, তবে সিঙ্গুরের বিধায়ক কেন সিঙ্গুরের ব্লক সভাপতি ঠিক করতে পারবেন না? তাঁর এই যুক্তিও উড়িয়ে দিচ্ছেন না তৃণমূল নেতৃত্ব।

যদিও ভোটের প্রস্তাব সম্পর্কে বেচারাম মান্নার কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, তৃণমূলস্তরিদ কর্মীরা চাইছেন দুই নেতার কোন্দলে ইতি টানুক জেলা ও রাজ্য নেতৃত্ব। কারণ, বিধানসভা ভোট এদিয়ে আসছে। এই সময় দুই বিধায়কের চাপানউতোর জারি থাকলে আখেরে লাভ হবে বিরোধীদের।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...